MI vs DC, WPL 2023 : টানা দ্বিতীয় হার মুম্বইয়ের, ৯ উইকেটের বিশাল জয় দিল্লি ক্যাপিটালসের
Mumbai Indians vs Delhi Capitals, WPL 2023 Match Report : মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস।
মুম্বই : টানা পাঁচ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হঠাৎই খেই হারাল। টানা দ্বিতীয় হার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও ব্য়াটিং বিপর্যয়। প্রথম লেগের ম্যাচে দিল্লিকে ৮ উইকেটের বড় ব্য়বধানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারই বদলা নিল দিল্লি ক্যাপিটালস। একই মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিশাল জয়। টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল দিল্লি ক্যাপিটালস। তবে মুম্বইয়ের মতো তাদেরও লক্ষ্য শীর্ষস্থান। এই ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স জিতলে আজই ফাইনাল নিশ্চিত হয়ে যেত। এ দিন মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। এখন দিল্লি ক্যাপিটালসেরও পয়েন্ট সমান হল। ফলে শীর্ষে থেকে সরাসরি ফাইনালের সম্ভাবনা থাকছে দিল্লি-মুম্বই দু-দলের কাছেই। মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।
ব্য়বহৃত পিচে খেলা। স্পিনাররা সাহায্য পাবে এমনটাই প্রত্য়াশা করা হচ্ছিল। নতুন বেল সিম বোলাররাও সাহায্য তুলে নিলেন। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্য়াপিটালস অধিনায়ক মেগ ল্য়ানিং। ম্যাচের রং বদলাল ইনিংসের তৃতীয় ওভারেই। উইমেন্স প্রিমিয়ার লিগে এক ম্যাচে ৫ উইকেটও নিয়েছেন দিল্লি ক্য়াপিটালসের প্রোটিয়া অলরাউন্ডার মারিজানে কাপ। এ দিন নিজের দ্বিতীয় ওভারে নিলেন জোড়া উইকেট। যস্তিকা ভাটিয়া এবং টুর্নামেন্টে অন্যতম ধারাবাহিক ন্যাট সিবার ব্রান্টের উইকেট নেন মারিজানে। পরের ওভারে হেইলি ম্য়াথুজকে ফেরান শিখা পান্ডে। এই উইকেটের বাড়তি কৃতিত্ব প্রাপ্য় জেমাইমা রডরিগজের। চোখ ধাঁধানো ক্য়াচ নেন তিনি। মাত্র ১০ রানে ৩ উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স।
পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে ১৯ রান! সমস্য়ার এখানেই শেষ নয়। পাওয়ার প্লে শেষ হতেই অ্যামেলিয়া কেরও ফেরেন। নিয়মিত ব্য়বধানে উইকেট হারাতে থাকা মুম্বই শিবিরে কিছুটা স্বস্তি দেন পূজা বস্ত্রকার ও হরমনপ্রীত কৌর। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্য়াপিটালসের হয়ে দুটি করে উইকেট নেন মারিজানে কাপ, শিখা পান্ডে এবং জেস জোনাসেন। রান তাড়ায় বিধ্বংসী শুরু দিল্লির দুই ওপেনার শেফালি ভার্মা, মেগ ল্য়ানিংয়ের। অবশেষে জুটি ভাঙে ৫৬ রানে। শেফালি মাত্র ১৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে ফেরেন। মেগ ল্য়ানিংয়ের সঙ্গে ক্রিজে যোগ দেন অ্যালিস ক্য়াপসি। তিনিও বিধ্বংসী মেজাজে। মেগ-ক্য়াপসি জুটি আর কোনও উইকেট বিপর্যয় আসতে দেননি। ৬৬ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে দিল্লি ক্যাপিটালস।