
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের উত্তাপ বাড়ছে। নতুন চ্যাম্পিয়নের অপেক্ষা। দীর্ঘ দু-মাসের বেশি সময় পর অবশেষে ফাইনাল। ১০ দলের টুর্নামেন্টে মরিয়া লড়াই শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। কিন্তু চিন্তায় রাখছে আমেদাবাদের আবহাওয়াও। বৃষ্টির সম্ভাবনার কারণেই আইপিএলের ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পুরনো সূচি এবং এতদিনের রীতি অনুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ঘরের মাঠে হওয়ার কথা ছিল উদ্বোধনী ম্যাচ, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। কেকেআর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ইডেন গার্ডেন্সে উদ্বোধন হয়েছে। ফাইনালও হওয়ার কথা ছিল। আবহাওয়ার কারণে সরিয়ে নেওয়া হয়। যদিও মেঘলা আবহাওয়া তাড়া করছে আমেদাবাদেও।
এ বারের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে থাবা বসিয়েছিল বৃষ্টি। পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ যে কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। সন্ধে ৭টায় টস অবধিও সব ঠিক ছিল। প্লেয়াররা মাঠে নামার সময়ই বৃষ্টি। অপেক্ষা করতে হয় রাত ৯.৪৫ টা অবধি। অবশেষে ম্যাচ শুরু হয়। যদিও ওভার কমেনি। গত কয়েকদিনই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। যে কারণে পিচ বেশির ভাগ সময়ই ঢেকে রাখতে হয়েছে। ফাইনালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জন্য অবশ্য একস্ট্রা টাইমও রাখা হয়েছে। ফাইনালে থাকছে রিজার্ভ ডে-ও।
আইপিএলে এখানকার পরিসংখ্যান সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। অন্যান্য নিয়মিত ভেনুগুলির মধ্যে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম অন্যতম হাইস্কোরিং গ্রাউন্ড। বলা ভালো সবচেয়ে বেশি রান এই ভেনুতেই। এ বার প্রথমে ব্যাট করা আট ইনিংসের মধ্যে সাত বার ২০০ প্লাস ইনিংস রয়েছে। বাকি একটি ইনিংসে ১৯৬ রান। চার বার ২২০ প্লাস স্কোর হয়েছে। আট ম্যাচের মধ্যে ৬-বারই প্রথমে ব্যাট করা দল জিতেছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে টস জিতে রান তাড়ারই সিদ্ধান্ত নিয়েছে দলগুলি। এই মাঠে পঞ্জাব কিংস এ মরসুমে প্লে-অফ সহ দুটি ম্যাচ খেলেছে। লিগ পর্বে এখানে ৫ উইকেটে ২৪৩ করেছিল কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ারে ২০৪ রান তাড়া করে সহজেই জিতেছে।
এ বার আসা যাক বৃষ্টির প্রসঙ্গে। প্লে-অফে ১২০ মিনিট এক্সট্রা টাইম রাখা হয়। ফাইনালেও রয়েছে। শুধু তাই নয়, আজ ফাইনাল কম্প্লিট না করা গেলে ম্যাচ গড়াবে কাল। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারের মতো ভারী বৃষ্টি হবে না, এমনটাই আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে।