
কথায় আছে যার শেষ ভালো তার সব ভাল। রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে কোনটা, সহজেই বোঝা যায়। টানা তিন ম্যাচ, পরিস্থিতি একই। জয়ের কাছে গিয়েও হার। দিল্লির বিরুদ্ধে তবু সুপার ওভারে গিয়েছিল ম্যাচ। লখনউয়ের কাছে ২ রানে হার। আর বেঙ্গালুরুতে! ম্যাচ শেষ অবধি টেনে নিয়ে গেলেও শেষ হাসি হাসতে পারেনি রাজস্থান রয়্যালস। আর এই তিনটি হারই রান তাড়া করতে গিয়ে। চিন্নাস্বামীতে বেঙ্গালুরুর কাছে হারের পর রাজস্থানের সিইও জ্য়াক লুশ ম্যাকক্রামের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। আরসিবির এক সমর্থক ভিডিয়োটি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ‘টনিক’-এর দিকে হেঁটে যাচ্ছেন রাজস্থান রয়্যালসে সিইও। তারপর থেকেই অনেকে মজার মন্তব্য করছেন, হারের দুঃখ ভুলতেই কি?
আরসিবির বিরুদ্ধে ম্যাচটি ছিল তাঁদের টানা পাঁচ নম্বর হার। এর আগে রাজস্থান রয়্যালস শেষবার টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখেছিল ২০০৯-১০ সালে। তারপর এই প্রথমবার এমনটা হল। মোট নয় ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবলে আট নম্বরে রয়েছে রাজস্থান। বেঙ্গালুরুর কাছে হারের পর ‘টনিক’ নামে একটি মদের দোকানের দিকে যেতে দেখা যায় জ্যাক লুশকে। আর তাই নিয়েই বিতর্ক সোশ্য়াল মিডিয়ায়।
ম্যাকক্রামের পানশালায় যাওয়া নিয়ে ভক্তরা বিতর্ক করছেন যে এটি কেবল একটি নিয়মিত স্টপ নাকি পরাজয়ের ফলে। আসলে ওই জায়গায় যাওয়ার সময়টি এই ঘটনাটিকে একটি আলোচনার বিষয় করে তুলেছে। ভিডিয়োটি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আরসিবির এক ভক্ত। পরের ম্যাচে লিগ টেবলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামবে রাজস্থান রয়্যালস। প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে নাটকীয় কিছু করতে হবে রাজস্থানকে।
RR owner walks straight to Tonique after the loss against RCB#RCBvsRR pic.twitter.com/p1HkR06isd
— Sumukh Ananth (@sumukh_ananth) April 24, 2025