Rahul Dravid: ফ্র্যাঞ্চাইজি ‘বিশ্বকাপ’ ট্রফিও আসবে? অপেক্ষায় ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল

দীপঙ্কর ঘোষাল | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 23, 2025 | 12:57 PM

RR, IPL 2025: বিশ্ব ক্রিকেট তাঁকে চেনেন দ্য ওয়াল নামেও। গত বছর অবধিও একটা আক্ষেপ তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে পূরণ হয়েছে। এ বার কি ফ্র্যাঞ্চাইজি লিগের 'বিশ্বকাপ'ও আসবে? রয়্যালস কোচ এমন রাজকীয় মুহূর্তেরই মিশনে।

Rahul Dravid: ফ্র্যাঞ্চাইজি বিশ্বকাপ ট্রফিও আসবে? অপেক্ষায় ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল
ফ্র্যাঞ্চাইজি 'বিশ্বকাপ' ট্রফিও আসবে? অপেক্ষায় ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল

Follow Us

দায়বদ্ধতা…। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে প্রথম এই কথাটাই মনে পড়ে। ক্রিকেট জীবনেই হোক বা কোচিং। টিম ইন্ডিয়ায় (Team India) মিস্টার ডিপেন্ডেবল হিসেবেই পরিচিত ছিলেন। ক্রাইসিসের মুহূর্তে যিনি ত্রাতা হয়ে দাঁড়াতেন। কখনও ব্যাটার, কখনও ক্যাপ্টেন, কিপার। আবার কখনও তিনি একাই সব। বিশ্ব ক্রিকেট তাঁকে চেনেন দ্য ওয়াল নামেও। গত বছর অবধিও একটা আক্ষেপ তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে পূরণ হয়েছে। এ বার কি ফ্র্যাঞ্চাইজি লিগের ‘বিশ্বকাপ’ও আসবে? রয়্যালস কোচ এমন রাজকীয় মুহূর্তেরই মিশনে।

দেশের জার্সিতে সফল কেরিয়ার। কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি। খুব কাছে পৌঁছেছিলেন। সেই ২০০৩ সালে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সেবার ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। রানার্স ভারতীয় দলে ছিলেন রাহুল দ্রাবিড়ও। পরবর্তী বিশ্বকাপ আরও খারাপ অভিজ্ঞতা। কেরিয়ারের সবচেয়ে খারাপও বলা যায়। সালটা ২০০৭। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে বিশ্বকাপে ভারত। প্রথম রাউন্ডেই বিদায়। চোখে কান্না। একই বছর উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। দ্রাবিড় জেতেননি।

প্লেয়ার হিসেবে যেটা হয়নি, ইচ্ছে ছিল কোচ হিসেবে স্বপ্ন পূরণের। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। ভারতের কোচ রাহুল দ্রাবিড়। রোহিত শর্মার নেতৃত্বে টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনাল। কিন্তু ২০ বছর আগের হতাশারই অ্যাকশন রিপ্লে। ২০০৩ সালেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। ২০২৩-এও। পার্থক্য শুধু ভূমিকায়।

চুক্তি বাড়ানো হয় দ্রাবিড়ের। ক্যাপ্টেনও থাকেন রোহিতই। ফরম্যাট আলাদা। অবশেষে স্বপ্নপূরণ। দীর্ঘ ১৭ বছরের ব্যবধানে টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বার্বাডোজে বিরাট সেলিব্রেশন। চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হতেই অচেনা রাহুল। ডাগআউটে লাফিয়ে ওঠেন রাহুল দ্রাবিড়। যে দৃশ্য বিরল। মাঠে সেলিব্রেশনের মাঝেই বিরাট কোহলি ট্রফি তুলে দেন কোচ রাহুল দ্রাবিড়ের হাতে। টাইম মেশিনে যেন ২০ বছর আগে ফিরে গিয়েছিলেন রাহুল। কল্পনায় ধরে নিয়েছিলেন, সেই বিশ্বকাপটাই জিতলেন।

শুরুতেই একটা কথা বলা হয়েছিল…। দায়বদ্ধতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে কামব্যাক হয়েছে রাহুল দ্রাবিড়ের। কিন্তু টিমের অভিযান শুরুর আগেই বড় রকমের অস্বস্তি। কয়েক সপ্তাহ আগে ছেলের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচে নেমে পড়েছিলেন রাহুল দ্রাবিড়। গুরুতর চোট লাগে। পায়ে ব্যান্ডেজ নিয়েই কোচিংয়ে নেমে পড়েছেন রাজস্থান রয়্যালসের হেডস্যার। গল্ফ কার্টে মাঠে প্রবেশ…কখনও ক্রাচ হাতেই কোচিংয়ে। অনলাইন কোচিং তাঁর পছন্দ নয়। মাঠেই সাবলীল। সেটাই করে যাচ্ছেন। আজ আইপিএলে অভিযান শুরু করছে রাজস্থান রয়্যালস। ট্রফির মিশন শুরু হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়েরও।

ওই যে মিস্টার ডিপেন্ডেবল তকমা এবং দায়বদ্ধতা…।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।