Vaibhav Suryavanshi: মরসুমের দ্রুততম হাফসেঞ্চুরি! ১৪ বছরের বৈভব সূর্যবংশীর নতুন কীর্তি

Rajasthan Royals vs Gujarat Titans: কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরিও করে ফেললেন বৈভব। মাত্র ১৭ বলেই হাফসেঞ্চুরি। এ মরসুমের দ্রুততম। তেমনই আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফসেঞ্চুরির রেকর্ড তাঁরই সতীর্থ রিয়ান পরাগকে ছাপিয়ে গেলেন।

Vaibhav Suryavanshi: মরসুমের দ্রুততম হাফসেঞ্চুরি! ১৪ বছরের বৈভব সূর্যবংশীর নতুন কীর্তি
Image Credit source: BCCI

Apr 28, 2025 | 10:22 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। আর সেই কীর্তি এল ১৪ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাটে। এ বারের আইপিএলে তাঁর নামে নানা রেকর্ড। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএলে টিম পাওয়া এবং অভিষেক। ডেবিউ ইনিংসে খাতা খুলেছিলেন ছয় মেরে। কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরিও করে ফেললেন বৈভব। মাত্র ১৭ বলেই হাফসেঞ্চুরি। এ মরসুমের দ্রুততম। তেমনই আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফসেঞ্চুরির রেকর্ড তাঁরই সতীর্থ রিয়ান পরাগকে ছাপিয়ে গেলেন।

আইপিএলের মেগা অকশন থেকেই শিরোনামে জায়গা করে নিয়েছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছরেই আইপিএলে টিম পেয়েছিলেন। তাঁকে ১.১ কোটিতে নেয় রাজস্থান রয়্যালস। মার্চেই ১৪ হয়েছে। স্কোয়াডে জায়গা পেলেও কবে খেলার সুযোগ পাবেন এই নিয়ে জল্পনা ছিলই। অবশেষে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। শার্দূল ঠাকুরের ডেলিভারিতে ছয় মেরে সফর শুরু করেন।

আইপিএল কেরিয়ারে প্রথম ম্যাচে ৩৪, আরসিবির মাঠে গত ম্যাচে বিধ্বংসী শুরু করলেও ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতার কাছে হার মানেন। আইপিএল কেরিয়ারের তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি পার। কেরিয়ারে এটিই স্বপ্নের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে।