AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Vaibhav Suryavanshi: জায়ান্ট ছয়ে আইপিএল অভিষেক, ইতিহাসে ১৪ বছরের বৈভব সূর্যবংশী

Rajasthan Royals vs Lucknow Super Giants: রাজস্থান ধীরে সুস্থেই এগোতে চাইছিল। দীর্ঘ সময় ধরে রাজস্থান রয়্যালসের সঙ্গে প্রস্তুতি সেরে যাচ্ছিলেন বৈভব। অবশেষে আইপিএলে অভিষেক। ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের চোটে কপাল খুলল গত মাসেই ১৪ বছর হওয়া বৈভব সূর্যবংশীর।

IPL 2025, Vaibhav Suryavanshi: জায়ান্ট ছয়ে আইপিএল অভিষেক, ইতিহাসে ১৪ বছরের বৈভব সূর্যবংশী
Image Credit: BCCI
| Updated on: Apr 19, 2025 | 10:19 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাসে। সবচেয়ে কম বয়সে আইপিএল খেলার নজির গড়ে ফেললেন বৈভব সূর্যবংশী। আইপিএলের মেগা অকশনে তাঁকে ১.১০ কোটিতে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তাঁকে কবে খেলানো হবে, এই নিয়ে জল্পনা ছিলই। যশস্বী জয়সওয়াল শুরুর দিকে রান পাচ্ছিলেন না। মনে করা হয়েছিল, খেলানো হতে পারে তাঁকে। যদিও রাজস্থান ধীরে সুস্থেই এগোতে চাইছিল। দীর্ঘ সময় ধরে রাজস্থান রয়্যালসের সঙ্গে প্রস্তুতি সেরে যাচ্ছিলেন বৈভব। অবশেষে আইপিএলে অভিষেক। ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের চোটে কপাল খুলল গত মাসেই ১৪ বছর হওয়া বৈভব সূর্যবংশীর।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড ছিল বাংলার ক্রিকেটার প্রয়াস রায় বর্মণের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন প্রয়াস। অভিষেকে তাঁর বয়স ছিল ১৬ বছর ১৫৭ দিন। বৈভব সূর্যবংশী আইপিএল অভিষেক করলেন ১৪ বছর ২৩ দিন বয়সে। আর শুরুটাও হল ধামাকায়। আইপিএল কেরিয়ারের প্রথম ডেলিভারি। অফস্টাম্পের সামান্য বাইরের ডেলিভারি শার্দূল ঠাকুরের। কভারের উপর দিয়ে জায়ান্ট ছয়। সকলকেই যেন বার্তা দিলেন, আইপিএলের মঞ্চে খেলার জন্য কতটা প্রস্তুত ছিলেন তিনি। সেখানেই অবশ্য শেষ নয়। বরং বলা যায়, সবে শুরু।

বেশ কিছু চোখ ধাঁধানো শট। যদিও অফস্পিনার এইডেন মার্কব়্যামের বোলিংয়ে থমকে গেল তাঁর ইনিংস। বলের লাইন মিস করেছিলেন। ব্যাক লেগ হাওয়ায়। দুর্দান্তি স্টাম্পিং করেন ঋষভ পন্থ। মাত্র ২০ বলে ৩৪ রানে শেষ তাঁর অভিষেক ইনিংস। দুটি বাউন্ডারি এবং ৩টি ছয় মেরেছেন বৈভব।