Sikandar Raza: ‘যতটা সম্ভব দ্রুত দৌড়নোর চেষ্টা করেছি’, মাহির পরিকল্পনা ব্যর্থ করে বললেন রাজা
CSK vs PBKS, IPL 2023 : কোনও ম্যাচে অর্ধশতরান করেও পরের ম্যাচে বাদ পড়েছেন। আবার একাদশে থাকলেও নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাননি। সিকন্দরের খিদে ছিল।

চেন্নাই: উইকেটের পিছনে অতন্দ্র প্রহরীর মতো যিনি দাঁড়িয়ে রয়েছেন তাঁর চোখকে ফাঁকি দিয়ে রান ‘চুরি’ করা অত সোজা কাজ নয়। তাবড় তাবড় ক্রিকেটাররা পারেননি। করে দেখালেন জিম্বাবোয়ের ক্রিকেটার সিকন্দর রাজা (IPL 2023)। শেষ বলে নির্ধারিত হবে ম্যাচের ফয়সালা। দলের জয়, পরাজয় নির্ভর করছে তাঁরই উপর। মহেন্দ্র সিং ধোনি তাঁর দীর্ঘ কেরিয়ারে এমন অনেক স্নায়ুর চাপ উতরে দিয়েছেন। কিন্তু সিকন্দরের (Sikandar Raza) এত অভিজ্ঞতা কোথায়? শেষ বলে যখন পঞ্জাবের তিন রান প্রয়োজন, স্নায়ুর চাপ সামলে মাথা ঠান্ডা রেখে পরিকল্পনাকে কাজে লাগালেন। খুব ভালোমতোই জানতেন, উইকেটের পিছনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাঁর দক্ষতার কথা। তবু জানপ্রাণ দিয়ে চেষ্টা করলেন। শেষমেশ সফল। দুর্দান্ত ফিনিশ। মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে রবিবার চিপকের মাঠে শেষ বলে রানিং বিটুইন দ্য় উইকেটে তিন রান নিয়ে পঞ্জাবকে ৪ উইকেটে ম্যাচ জিতিয়ে দিয়েছেন সিকন্দর রাজা। প্রশংসা তাঁর প্রাপ্য। ম্যাচ শেষে কী বললেন রাজা? তুলে ধরল TV9 Bangla Sports।
কোনও ম্যাচে অর্ধশতরান করেও পরের ম্যাচে বাদ পড়েছেন। আবার একাদশে থাকলেও নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাননি। সিকন্দরের খিদে ছিল। আর প্রতিদ্বন্দ্বিতা যখন সেরার সেরা মানুষটির সঙ্গে, লড়াইটা তখন আরও যেন জমে ওঠে। চেন্নাই সুপার কিংসের দেওয়া ২০১ রানের লক্ষ্য প্রায় গুটিয়ে এনেছিলেন লিয়াম লিভিংস্টোন, স্যাম কারানরা। ওপেনিংয়ে প্রভসিমরনের ইনিংসের কথাও বলতে হয়। শেষ ওভারের অন্তিম বলে যখন ৩ রান প্রয়োজন, স্ট্রাইকে তখন সিকন্দর রাজা। তিনি জানতেন, এটাই সুযোগ। কাজে লাগাতে পারলেই কেল্লাফতে। প্রয়োজন ছিল আত্মবিশ্বাসের। পাথিরানার বলে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন। পরিকল্পনা সফল হয়নি। তাতে কী? রাজা ও শাহরুখ মিলে দৌড়ে তিন রান পূর্ণ করে নেন। দু রান হলে ম্যাচ চলে যেত সুপার ওভারে।
Raza and @PunjabKingsIPL stun #CSK with the highest-ever #TATAIPL chase at Chepauk by an away side ?#CSKvPBKS #IPLonJioCinema #TATAIPL #IPL2023 pic.twitter.com/FCZWvFFDFM
— JioCinema (@JioCinema) April 30, 2023
ম্যাচের পর রাজা বলেন, “শেষ ওভারের আগে জানতাম আমরা শুধু একটি বাউন্ডারি থেকে দূরে। সেটা হলেই জিতে যাব। যতটা সম্ভব পেরেছি দ্রুত দৌড়ানোর চেষ্টা করেছি। অবশ্যই ছয় হাঁকাতে চেয়েছিলাম। সেটা সম্ভব হয়নি।” লিয়াম লিভিংস্টোনের প্রশংসাও শোনা যায় সিকন্দরের মুখে। বলেন, “যে ওভারে লিভি ২০ রান (আসলে ২৪ রান) করল সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো।





