কলকাতা: কেউ বলে না দিলে কিংবা স্কোরবোর্ডে চোখ না রাখলে বোঝা মুশকিল, ওয়ান ডে টুর্নামেন্ট চলছে! মনে হতেই পারে, সৈয়দ মুস্তাক আলি ট্রফির পর আবার কুড়ি-বিশের ঘরোয়া টুর্নামেন্ট শুরু হয়েছে। ধুন্ধুমার ব্যাটিং। চার-ছয়ের ফুলঝুরি। এবং শতরানের বন্যা লেগেই রয়েছে বিজয় হাজারে ট্রফিতে। নামী-অনামী যে হোন কেন, সুযোগ পেলেই শতরান হাঁকিয়ে দিচ্ছেন। এ বার সেঞ্চুরি করলেন ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন টি-টোয়েন্টির ঢংয়েই ব্যাট করেছেন। এমন ঝড়ঝাপটা বইয়ে দিয়েছেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমন গিলের বিকল্পও ভাবা শুরু হয়ে গিয়েছে ঋতুরাজকে।
মহারাষ্টের ক্যাপ্টেন মাত্র ৫৭ বলে সেঞ্চুরি করলেন সার্ভিসেসের বিরুদ্ধে। ৫০ ওভার ফর্ম্যাটে ঋতুরাজকে বরাবরই পারফর্ম করতে দেখা যায়। এ বারও নিরাশ করেননি। সার্ভিসেরের ২০৫ রানের লক্ষ্য মাত্র ২০.২ ওভারেই তুলে ফেলে মহারাষ্ট্র। ঋতুরাজের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই। শেষ পর্যন্ত ৭৪ বলে ১৪৮ নট আউট থেকে যান ঋতু। লিস্ট এ-তে তাঁর গড় ৫৯.৪৩। যদিও ভারতীয় টিমের হয়ে এই কাজটা করে দেখাতে পারেননি। তবে অতীত মনে রাখতে চান না ঋতুরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর হয়তো একঝাঁক সিনিয়র ক্রিকেটার অবসর নেবেন। ঋতুরাজের জায়গা তখন পাকা হয়ে যেতে পারে ভারতের ওয়ান ডে টিমের মিডল অর্ডারে। তাই পারফর্ম করার কাজটা এখন থেকেই ধারাবাহিক ভাবে করে যেতে চাইছেন তিনি।
বিজয় হাজারে ট্রফির দিকে তাকালে কিন্তু লডাইটা কঠিন। আরও ভালো করে বললে, ভারতীয় টিমের সিনিয়রদেরও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সেরা দল নিয়েই খেলতে যেতে চায়। আর তাই প্রতিষ্ঠিত তরুণরা ভারতীয় দলের দরজা খোলার জন্য কাজে লাগাতে চাইছেন বিজয় হাজারে ট্রফির মঞ্চ।