Ruturaj Gaikwad: টেস্ট নয়, ইংল্যান্ডেই খেলবেন ঋতুরাজ গায়কোয়াড়; নতুন টিমে সই
Indian Cricket News: ইংল্যান্ডে ভারত এ দলের সঙ্গে থাকলেও তাঁকে খেলানো হয়নি। আইপিএলের সময় পাওয়া চোট পুরোপুরি সারেনি বলেই মনে করা হচ্ছিল। ভারতে ঘরোয়া মরসুম শুরু হতে অনেকটাই সময় বাকি। ফলে কাউন্টিতে খেলা মানে ম্যাচ প্র্যাক্টিসের দুর্দান্ত সুযোগ ঋতুরাজের সামনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মরসুম দীর্ঘ হয়নি ঋতুরাজ গায়কোয়াড়ের। চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন কনুইতে চোট পেয়েছিলেন। কয়েক ম্যাচ পরই পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান। নেতৃত্বের ব্যাটন তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। তাতেও অবশ্য প্লে-অফের দৌড়ে স্বস্তিতে ছিল না। প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। আইপিএলের মাঝপথেই ইংল্যান্ড সফরে ভারত এ দল ঘোষণা হয়। সেই টিমে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। টেস্ট স্কোয়াডে অবশ্য জায়গা পাননি। তবে টেস্টে না হলেও ইংল্যান্ডে খেলবেন ঋতুরাজ গায়কোয়াড়।
চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন তথা ভারতের তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড় সই করছেন ইয়র্কশায়ার ক্লাবে। তাদের হয়ে মাল্টি ডে ফরম্যাট অর্থাৎ কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং ওয়ান ডে কাপে খেলবেন ঋতুরাজ। এখনও অবধি যা খবর, ইতিমধ্যেই ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তি সম্পন্ন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে পাঁচটি ম্যাচ খেলবেন ঋতুরাজ। এ ছাড়া ওয়ান ডে কাপেও।
ইয়র্কশায়ারে সই করে ঋতুরাজ গায়কোয়াড় বলছেন, ‘ইংল্য়ান্ডে খেলার সুযোগ সত্যিই দারুণ ব্যাপার। ইয়র্কশায়ারের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা হবে। চেষ্টা করব ট্রফি জেতার।’ ইংল্যান্ডে ভারত এ দলের সঙ্গে থাকলেও তাঁকে খেলানো হয়নি। আইপিএলের সময় পাওয়া চোট পুরোপুরি সারেনি বলেই মনে করা হচ্ছিল। ভারতে ঘরোয়া মরসুম শুরু হতে অনেকটাই সময় বাকি। ফলে কাউন্টিতে খেলা মানে ম্যাচ প্র্যাক্টিসের দুর্দান্ত সুযোগ ঋতুরাজের সামনে।





