Champions Trophy: দু-দল দুবাইয়ে; এক দল ভারতের বিরুদ্ধে খেলবে, অন্য দল পাকিস্তানে রিটার্ন!
ICC Men's Champions Trophy 2025: এ গ্রুপে ভারত না নিউজিল্যান্ড, কে শীর্ষস্থানে শেষ করবে তা রবিবার ম্যাচের পরই জানা যাবে। নিউজিল্যান্ডকে পাকিস্তানে ফিরতেই হবে। কিন্তু করুণ অবস্থায় পড়তে হতে পারে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোনও একটি দলকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে ২ মার্চ অর্থাৎ কাল। দুবাইয়ে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। ৪ মার্চ ভারতের সেমিফাইনাল ম্যাচ। সেটিও হবে দুবাইয়েই। যদিও ভারতের প্রতিপক্ষ কে, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। কারণ, গ্রুপ বি-তে প্রথম ও দ্বিতীয় স্থানে কে থাকবে এখনও নিশ্চিত নয়। গ্রুপ বি-র শেষ ম্যাচটি চলছে। অন্য দিকে, এ গ্রুপে ভারত না নিউজিল্যান্ড, কে শীর্ষস্থানে শেষ করবে তা রবিবার ম্যাচের পরই জানা যাবে। নিউজিল্যান্ডকে পাকিস্তানে ফিরতেই হবে। কিন্তু করুণ অবস্থায় পড়তে হতে পারে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোনও একটি দলকে।
গ্রুপ বি-তে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচটি বৃষ্টির কারণে সম্পূর্ণ করা যায়নি। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছেন। দক্ষিণ আফ্রিকাও ৯৯.৯৯ শতাংশ নিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের একটি হবে দুবাইতে, অন্যটি লাহোরে। ফলে ভারতের বিরুদ্ধে যে দল খেলবে তাদের দুবাই যেতে হবে। ৪ তারিখ ভারতের সেমিফাইনাল। সে কারণে আর দেরি না করে আফগানিস্তান ম্যাচ শেষেই দুবাই পাড়ি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলে দুবাই যাবে দক্ষিণ আফ্রিকাও। যদি কোনও কারণে আফগানিস্তান সেমিতে পৌঁছোয় (যে সম্ভাবনা কার্যত অসম্ভব) তা হলে দক্ষিণ আফ্রিকার বদলে তারা যাবে দুবাই।
পাকিস্তানের পিচ-পরিস্থিতির সঙ্গে দুবাইয়ের পার্থক্য রয়েছে। পাকিস্তানের ভেনুগুলিতে বৃষ্টি যেমন বাধা হয়েছে তেমনই হাইস্কোরিং ম্যাচও দেখা গিয়েছে। দুবাইয়ের পিচ মন্থর। শট খেলতে সমস্যা হচ্ছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে দু-দলই দুবাইতে গেলেও থাকবে যে কোনও একটি দল। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পরই সেমিফাইনালের চিত্র পরিষ্কার হয়ে যাবে। ভারতের বিরুদ্ধে যারা খেলবে, থাকবে দুবাইতে। আর অন্য দল ফিরে আসবে পাকিস্তানে। দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ।





