নয়াদিল্লি: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটাই ভারতের জন্য মাইলস্টোন ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের (India) ১ হাজারতম ওয়ান ডে ম্যাচ হতে চলেছে। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অন্য কোনও দেশের এই রেকর্ড নেই। ১ হাজারতম একদিনের ম্যাচ খেলা প্রথম দল হতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগে ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) জানাচ্ছেন, ভারতের ১০০০তম ওয়ান ডে-খেলাটা রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের জন্য একটা বিরাট বড় মাইলস্টোন হতে চলেছে। সমগ্র জাতি ভারতের এই মাইলস্টোন ম্যাচের জন্য গর্বিত।
১০০এমবি মোবাইল অ্যাপ্লিকেশনের এক ভিডিওতে সচিন বলেন, “ভারতের ১০০০তম ওয়ান ডে খেলাটা একটা বিশাল মাইলস্টোন। প্রথম ওয়ান ডে খেলা হয়েছিল ১৯৭৪ সালে। আমি সকল অতীতের ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার এবং বোর্ডের অতীত ও বর্তমানের সদস্যদের এবং গত ৪৭ বছর আমাদের পাশে যে সমর্থকরা ছিলেন তাদের শুভেচ্ছা জানাতে চাই।”
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য এবং ভারতের মাইলস্টোন ম্যাচের জন্য মাস্টার ব্লাস্টার টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি বলতে চাই, এটা আমাদের সকলের জন্য এমন একটা কৃতিত্ব যার জন্য সমগ্র জাতির গর্বিত হওয়া উচিত। আশা করি ভারতীয় ক্রিকেট আরও শক্তিশালী হবে। আমি দলের সকলকে আসন্ন সিরিজের জন্য শুভকামনা জানাই এবং বিশেষ করে ১০০০তম ওয়ান ডে ম্যাচের জন্য।”
সচিন আরও বলেন, “আমি সব সময় মনে করি ক্রিকেট একটা আলাদা জীবনের দারুণ উদাহরণ। পরিবর্তন হতেই থাকবে। ক্রিকেটেও সেটা হয়। প্রথমে ছিল টেস্ট ক্রিকেট, তারপর এল ওয়ান ডে এবং এখন রয়েছে টি-২০ ও। ওয়ান ডে ক্রিকেট কাকতালীয়ভাবে টেস্ট ক্রিকেট ও টি-২০ ক্রিকেটের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করেছে।”
Many congratulations to #TeamIndia & @BCCI for this monumental milestone of 1000 ODIs!
It’s been a wonderful journey all these years for players, fans & everyone associated with the game. pic.twitter.com/VqlsVlQOQy
— Sachin Tendulkar (@sachin_rt) February 4, 2022
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন: India vs West Indies: দর্শকশূন্য ইডেনেই টি-টোয়েন্টি সিরিজ, বললেন সৌরভ
নয়াদিল্লি: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটাই ভারতের জন্য মাইলস্টোন ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের (India) ১ হাজারতম ওয়ান ডে ম্যাচ হতে চলেছে। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অন্য কোনও দেশের এই রেকর্ড নেই। ১ হাজারতম একদিনের ম্যাচ খেলা প্রথম দল হতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগে ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) জানাচ্ছেন, ভারতের ১০০০তম ওয়ান ডে-খেলাটা রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের জন্য একটা বিরাট বড় মাইলস্টোন হতে চলেছে। সমগ্র জাতি ভারতের এই মাইলস্টোন ম্যাচের জন্য গর্বিত।
১০০এমবি মোবাইল অ্যাপ্লিকেশনের এক ভিডিওতে সচিন বলেন, “ভারতের ১০০০তম ওয়ান ডে খেলাটা একটা বিশাল মাইলস্টোন। প্রথম ওয়ান ডে খেলা হয়েছিল ১৯৭৪ সালে। আমি সকল অতীতের ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার এবং বোর্ডের অতীত ও বর্তমানের সদস্যদের এবং গত ৪৭ বছর আমাদের পাশে যে সমর্থকরা ছিলেন তাদের শুভেচ্ছা জানাতে চাই।”
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য এবং ভারতের মাইলস্টোন ম্যাচের জন্য মাস্টার ব্লাস্টার টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি বলতে চাই, এটা আমাদের সকলের জন্য এমন একটা কৃতিত্ব যার জন্য সমগ্র জাতির গর্বিত হওয়া উচিত। আশা করি ভারতীয় ক্রিকেট আরও শক্তিশালী হবে। আমি দলের সকলকে আসন্ন সিরিজের জন্য শুভকামনা জানাই এবং বিশেষ করে ১০০০তম ওয়ান ডে ম্যাচের জন্য।”
সচিন আরও বলেন, “আমি সব সময় মনে করি ক্রিকেট একটা আলাদা জীবনের দারুণ উদাহরণ। পরিবর্তন হতেই থাকবে। ক্রিকেটেও সেটা হয়। প্রথমে ছিল টেস্ট ক্রিকেট, তারপর এল ওয়ান ডে এবং এখন রয়েছে টি-২০ ও। ওয়ান ডে ক্রিকেট কাকতালীয়ভাবে টেস্ট ক্রিকেট ও টি-২০ ক্রিকেটের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করেছে।”
Many congratulations to #TeamIndia & @BCCI for this monumental milestone of 1000 ODIs!
It’s been a wonderful journey all these years for players, fans & everyone associated with the game. pic.twitter.com/VqlsVlQOQy
— Sachin Tendulkar (@sachin_rt) February 4, 2022
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন: India vs West Indies: দর্শকশূন্য ইডেনেই টি-টোয়েন্টি সিরিজ, বললেন সৌরভ