MCC New Law: মাঁকড়ীয় আউটকে রান আউটে বদলানোয় খুশি সচিন

মাঁকড়ীয় (Mankad) আউটকে রান আউট হিসেবে স্বীকৃতি দেওয়ায় এমসিসির সিদ্ধান্তকে স্বাগত জানান সচিন তেন্ডুলকর।

MCC New Law: মাঁকড়ীয় আউটকে রান আউটে বদলানোয় খুশি সচিন
MCC New Law: মাঁকড়ীয় আউটকে রান আউটে বদলানোয় খুশি সচিন (Pic Courtesy-Twitter)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2022 | 5:15 PM

মুম্বই: বুধবারই ক্রিকেটের নতুন আইন এনেছে এমসিসি (MCC)। ৯টা নতুন পরিবর্তন এনেছে। অক্টোবর থেকেই কার্যকর হতে চলেছে এই আইনগুলো। বলে লালা লাগিয়ে পালিস করার পদ্ধতি চিরতরে নিষিদ্ধ। তবে ঘাম লাগানো যাবে। কোভিডের পরই বলে লালা লাগানোয় নিষেধাজ্ঞা এনেছিল আইসিসি (ICC)। এমসিসির নয়া আইনে এ বার চিরতরে যা পাল্টে গেল। মাঁকড়ীয় আউটকে আর অখেলোয়াড়োচিত হিসেবে দেখা হবে না। নিয়ম একই থাকবে। তবে এই আউটকে আর অনৈতিক বলা যাবে না। এবার থেকে রান আউট হিসেবেই গণ্য হবে। যে আইনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কোনও ব্যাটার ক্যাচ আউট হলে নতুন ক্রিকেটার প্রথম বলেই স্ট্রাইক নেবে। একমাত্র ওভার শেষ হয়ে যাওয়ার পর নন স্ট্রাইকার বল ফেস করবে। ডেলিভারি করতে যাওয়ার আগে কোনও বোলার যদি স্ট্রাইকারকে রান আউট করার জন্য বল ছোড়ে, তা হলে সেই বলকে ‘ডেড বল’ ডাকবেন আম্পায়াররা। বোলার দৌড় শুরু করার সময় ব্যাটার ক্রিজের যে জায়গায় দাঁড়িয়ে গার্ড নিয়েছে, সেটাকে মাতায় রেখে ওয়াইড ডাকা হবে। ব্যাটিংয়ের সময় ফিল্ডাররা নিয়ম ভেঙে নড়াচড়া করলে জরিমানা হবে। একই সঙ্গে ব্যাটিং দলকে ৫ রান বাড়তি দেওয়া হবে। পিচের বাইরে বল পড়লে ব্যাটাররা তখনই সেটা মারতে পারবে, যদি তাঁর ব্যাট বা শরীরের কোনও অংশ পিচের নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকে।

মাঁকড়ীয় (Mankad) আউটকে রান আউট হিসেবে স্বীকৃতি দেওয়ায় এমসিসির সিদ্ধান্তকে স্বাগত জানান সচিন তেন্ডুলকর। ভিডিও মেসেজে তিনি বলেন, ‘এমসিসির এই পরিবর্তনেক সমর্থন করছি। মাঁকড়ীয় আউট শব্দটার সঙ্গে আমিও অস্বস্তি বোধ করতাম। ওটাকে রান আউটে স্বীকৃতি দেওয়ায় খুশিই হয়েছি। আমি সবসময় মনে করি, এটাকে রান আউট হিসেবেই বিবেচিত করা উচিত ছিল। আমাদের সবার জন্য এটা খুব আনন্দের খবর।’ একই সঙ্গে কোনও ব্যাটার ক্যাচ আউট হলে নতুন ক্রিকেটারের প্রথম বলে স্ট্রাইক নেওয়ার সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড আবার এমসিসির নয়া আইনের বিরুদ্ধে। তিনি বলেন, ‘নন স্ট্রাইকারে থাকা ব্যাটারকে রান আউট করতে একজন বোলারের কোনও স্কিলের প্রয়োজন হয় না। আমার মতে, এই রান আউটকে কখনও স্বীকৃতি দেওয়া উচিত নয়। কারণ কোনও ব্যাটারকে রান আউট করতে অনেক স্কিলের দরকার হয়।’ তবে এরই সঙ্গে ব্যাটারের ক্যাচ আউট সংক্রান্ত আইনকে সমর্থন জানিয়েছেন ব্রড। তিনি বলেন, ‘কোনও ব্যাটার ক্যাচ আউট হলে নতুন ক্রিকেটার প্রথম বলেই স্ট্রাইক নেবে। একমাত্র ওভার শেষ হয়ে যাওয়ার পর নন স্ট্রাইকার বল ফেস করবে। এই আইনকে পূর্ণ সমর্থন জানাই। কারণ এক জন ব্যাটারকে আউট করতে বোলারের অনেক পরিশ্রম করতে হয়। তাই নতুন ব্যাটারকে বল করা বোলারের জন্য অনেক ভালো। এই আইন যুক্তিযুক্ত।’