AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sachin Tendulkar ভিডিয়ো: আমিরের সঙ্গে সাক্ষাৎ সচিনের, বলিউড তারকার অতিথিদের মুখে সেই পরিচিত ধ্বনি!

Sachin Tendulkar Meets Aamir Khan: ট্রেডমার্ক ধ্বনি এ বার আমির খানের 'বাড়ি'তেও! উপস্থিতি সকল অতিথিরা সচিন তেন্ডুলকরকে দেখেই সেই ধ্বনি। সেখানে যেমন তরুণরা ছিলেন, তেমনই বয়স্করাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো।

Sachin Tendulkar ভিডিয়ো: আমিরের সঙ্গে সাক্ষাৎ সচিনের, বলিউড তারকার অতিথিদের মুখে সেই পরিচিত ধ্বনি!
Image Credit: PTI
| Updated on: Jun 07, 2025 | 5:07 PM
Share

সচিন…সচিন…। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ধ্বনি ট্রেডমার্ক। শুধু ওয়াংখেড়েই নয়, ভারতবর্ষের কিংবা বিদেশেও। যে কোনও মাঠে সচিন তেন্ডুলকর ব্যাট করতে নামলেই এই ধ্বনি উঠত। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বহুবছর। এখনও সচিন যে কোনও স্টেডিয়ামে প্রবেশ করলেই সেই চেনা সচিন…সচিন…ধ্বনি ওঠে। সেটা ঘরের মাঠে গত ওয়ান ডে বিশ্বকাপেও দেখা গিয়েছে। এই ট্রেডমার্ক ধ্বনি এ বার আমির খানের ‘বাড়ি’তেও! উপস্থিতি সকল অতিথিরা সচিন তেন্ডুলকরকে দেখেই সেই ধ্বনি। সেখানে যেমন তরুণরা ছিলেন, তেমনই বয়স্করাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো।

অনেকেই বলছেন, ভিডিয়োটি আমির খানের নতুন ছবি ‘সিতারে জমিন পর’ এর স্পেশাল স্ক্রিনিংয়ের পরের। আবার অনেকে বলছেন আমির খানের বাড়িতে। স্ত্রী অঞ্জলিকে নিয়েই সেই অনুষ্ঠানে হাজির সচিন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকজন অতিথির সঙ্গে গেমে মত্ত বলিউড সুপার স্টার আমির খান। এমন সময় তাঁকে ইশারা করা হয়, দরজার বাইরে দেখার। দূর থেকে সস্ত্রীক সচিনকে দেখেই এগিয়ে যান আমির খান। এরপরের ঘটনা আরও দুর্দান্ত।

সচিন তেন্ডুলকর ভেতরে প্রবেশ করতেই অনেকে তাঁর সঙ্গে আলিঙ্গন করেন। সকলের অবাক চাহনি। চোখের সামনে ক্রিকেট ঈশ্বর, এ যেন বিশ্বাসই হচ্ছিল। খুব তাড়াতাড়িই এক টুকরো গ্যালারি তৈরি হয়ে গেল সেখানে। সেই পরিচিত ধ্বনি উঠল। একজন একজন করে সকলেই সেই ধ্বনিতে গলা মেলালেন। ভিডিয়ো না দেখলে এর সঠিক অনুভূতিই যেন হবে না।