Sachin Tendulkar: ভিকি কৌশলের অভিনয়ে মুগ্ধ সচিন, ‘শ্যাম বাহাদুর’ দেখে কী বলছেন মাস্টার?

Sachin Tendulkar On Vicky Kaushal: সিনেমা দেখতেও বেশ পছন্দ করেন মাস্টার ব্লাস্টার। মাঝে মধ্যেই পরিবারের সঙ্গে হলে গিয়ে সিনেমা দেখে থাকেন। পছন্দের সিনেমার প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। এ বার সস্ত্রীক 'শ্যাম বাহাদুর' ( Sam Bahadur) ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন ক্রিকেটঈশ্বর। এরপর সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রশংসা করতে ভোলেননি সচিন। 'শ্যাম বাহাদুর' নিয়ে কী বলছেন বিশ্বকাপজয়ী তারকা?

Sachin Tendulkar: ভিকি কৌশলের অভিনয়ে মুগ্ধ সচিন, 'শ্যাম বাহাদুর' দেখে কী বলছেন মাস্টার?
সচিন তেন্ডুলকর, ভিকি কৌশল ও অঞ্জলি তেন্ডুলকরImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 7:14 PM

নয়াদিল্লি: ক্রিকেটের পাশাপাশি সঙ্গীতের প্রতি বরাবর টান রয়েছে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) । তবে শুধু গান শুনতেই নয়, সিনেমা দেখতেও বেশ পছন্দ করেন মাস্টার ব্লাস্টার। মাঝে মধ্যেই পরিবারের সঙ্গে হলে গিয়ে সিনেমা দেখে থাকেন। পছন্দের সিনেমার প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। এ বার সস্ত্রীক ‘শ্যাম বাহাদুর’ ( Sam Bahadur) ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন ক্রিকেটঈশ্বর। এরপর সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রশংসা করতে ভোলেননি সচিন। ‘শ্যাম বাহাদুর’ নিয়ে কী বলছেন বিশ্বকাপজয়ী তারকা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

‘শ্যাম বাহাদুর’ দেখে এক কথায় আপ্লুত সচিন। সোশ্যাল মিডিয়ায় লিখছেন,”শ্যাম বাহাদুর সত্যিই দেখার মতো ছবি। ভিকির অভিনয় দেখে আমি অভিভূত। ভিকিকে মার্শাল শ্যাম মানেকশের চরিত্রে দারুণ মানিয়েছে। পুরো সিনেমাটা দেখে মনে হচ্ছিল যেন আসল মানেশকে দেখছি। ইতিহাস জানার জন্য সব প্রজন্মের এই ছবিটা দেখা উচিত।” শুধু তাই নয়, ভিকি কৌশলের সঙ্গে ছবিও শেয়ার করেন সচিন। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

পাল্টা ভিকিও এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। ছবির ক্যাপশনে ভিকি লেখেন, “আমার ছেলেবেলার প্রিয় তারকা আমার ছবি দেখলেন।ছবিটির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। এটা আমি সারাজীবন মনে রাখব।” সচিনের পাশাপাশি ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেটার জাহির খানও।