Sachin Tendulkar-Vinod Kambli: সচিনকে কাছে পেয়ে এ কী করলেন কাম্বলি! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়ো

Dec 04, 2024 | 2:06 PM

Watch Video: ছেলেবেলায় একসঙ্গে ক্রিকেট সফর শুরু করেছিলেন। পরবর্তীতে ক্রিকেটের ঈশ্বরে পরিণত হন সচিন। আর কাম্বলি যেন কোথায় হারিয়ে গেলেন --- এমনটাই বলে ক্রিকেট মহল। রমাকান্ত আচরেকরের শিষ্য দু'জনই। সেই দ্রোণাচার্য গুরু আচরেকর আবার মেলালেন সচিন ও কাম্বলিকে।

Sachin Tendulkar-Vinod Kambli: সচিনকে কাছে পেয়ে এ কী করলেন কাম্বলি! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়ো
Sachin Tendulkar-Vinod Kambli: সচিনকে কাছে পেয়ে এ কী করলেন কাম্বলি! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়ো
Image Credit source: X, PTI

Follow Us

কলকাতা: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিনোদ কাম্বলি (Vinod Kambli) এক সময় যেন ছিলেন হরিহর আত্মা। ছেলেবেলায় একসঙ্গে ক্রিকেট সফর শুরু করেছিলেন। পরবর্তীতে ক্রিকেটের ঈশ্বরে পরিণত হন সচিন। আর কাম্বলি যেন কোথায় হারিয়ে গেলেন — এমনটাই বলে ক্রিকেট মহল। রমাকান্ত আচরেকরের শিষ্য দু’জনই। সেই দ্রোণাচার্য গুরু আচরেকর আবার মেলালেন সচিন ও কাম্বলিকে। ছেলেবেলার বন্ধুকে কাছে পেলে কাম্বলি একটু বেশিই ভাবুক হয়ে পড়েছিলেন। যে কারণে সচিনকে ছাড়তে চাননি। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই তাঁদের বন্ধুত্ব নিয়েও নানা আলোচনা করা শুরু করেছেন।

সচিন ও কাম্বলিদের প্রয়াত কোচ রমাকান্ত আচরেকরের এক স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন দু’জনই। একই মঞ্চে ছিলেন তাঁরা। বিনোদ কাম্বলি মঞ্চের একপ্রান্তে বসেছিলেন। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় কিছুক্ষণ পর কাম্বলির কাছে পৌঁছে যান সচিন। একে অপরের হাত ধরে কিছুক্ষণ কথা বলেন। এরপর ভিডিয়োতে মনে হয়, সচিনের হাত ছাড়তে চাইছেন না কাম্বলি। এরপর হাসতে হাসতে সেখান থেকে নিজের আসনে চলে যান সচিন।

এই খবরটিও পড়ুন

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিনোদ কাম্বলির এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, তিনি ঠিকমতো হাঁটতে পারছেন না। তাঁকে ২জন ধরে এক জায়গা থেকে নিয়ে আসছেন। সেই সময় দু’রকম মন্তব্য শোনা গিয়েছিল। এক, তিনি অসুস্থ। দুই, তিনি মদ্যপ। একটা সময় পর জীবনে একাধিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন কাম্বলি। ক্রিকেট থেকে দূরে সরে যেতে থাকেন ধীরে ধীরে। কিন্তু তাঁর সঙ্গে সচিনের যে বন্ধুত্ব আজও অটুট রয়েছে, তার প্রমাণ পাওয়া গেল।

Next Article