AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, MI: মায়ের মৃত্যু, সন্তানের জন্য ভালোবাসার ঘর খুঁজছেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর

Mumbai Indians-Arjun Tendulkar: প্রস্তুতিতে খামতি রাখছেন না। হঠাৎ সুযোগ আসতেই পারে। সুযোগ এলে যাতে কাজে লাগাতে পারেন, সেটাই লক্ষ্য। আপাতত কিছুটা চিন্তায় সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। ভালোবাসার ঘর খুঁজছেন তিনি। মন খারাপ করা পরিস্থিতিতে অর্জুন। 

IPL 2025, MI: মায়ের মৃত্যু, সন্তানের জন্য ভালোবাসার ঘর খুঁজছেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর
Image Credit: PTI
| Updated on: Apr 15, 2025 | 9:18 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলছে। সকলেই মজে ক্রিকেটে। সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। এ মরসুমে এখনও ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবে প্রস্তুতিতে খামতি রাখছেন না। হঠাৎ সুযোগ আসতেই পারে। সুযোগ এলে যাতে কাজে লাগাতে পারেন, সেটাই লক্ষ্য। আপাতত কিছুটা চিন্তায় সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। ভালোবাসার ঘর খুঁজছেন তিনি। মন খারাপ করা পরিস্থিতিতে অর্জুন। লক্ষ্যভেদের অপেক্ষায়।

আইপিএলের জন্য ব্য়স্ত সূচি। এর মাঝেই সময় বের করে ভোলুর জন্য় ভালোবাসার ‘বাসা’ খুঁজছেন অর্জুন। ইন্সটাগ্রাম স্টোরিতে মানবিক আবেদন রেখেছেন। ভোলুর মায়ের মৃত্যু হয়েছে। তার জন্য় একটা আশ্রয় চাই। অর্জুনের এই চেষ্টা কত তাড়াতাড়ি সাফল্য পাবে, বলা কঠিন। নিজের ট্রেনিংয়ের মতোই মানবিক এই চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না অর্জুন।

এক ছোট্ট সারমেয় ভোলু। মাত্র ৪৫ দিন বয়স। কিন্তু এর মধ্যেই মায়ের মৃত্যু। মুম্বইয়ের গ্রান্ট রোডের ইন্ডি ব্রিডের এই সারমেয় সম্পর্কে অর্জুন ছবি সহ পোস্ট করেছেন। রয়েছে সমস্ত তথ্য। অর্জুনের ইন্সটা স্টোরি অনুযায়ী, ভোলুর মায়ের মৃত্যু হয়েছে। যে পরিবার তাঁকে উদ্ধার করেছে পোষ্যর কোনও অভিজ্ঞতা নেই। সে কারণেই তাঁরা ভোলুর জন্য এমন এক পরিবার খুঁজছেন যাঁদের অভিজ্ঞতা রয়েছে, যাঁরা ভোলুকে বড় করে তুলতে পারবে।

অর্জুনের নিজেরও পোষ্য রয়েছে। এই আবেগ তিনি ভালো করেই জানেন। পোষ্যর মায়া অনেক বেশি। নিজের পোষ্যর সঙ্গেও বহুবার ছবি পোস্ট করেছেন অর্জুন। এ বার ভোলুকে একটা ঘর খুঁজে দিতে পারলে নিজেও যে মানসিক ভাবে শান্তি পাবেন,বলাই যায়।