
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ চলছে। আজ আইপিএলের জন্মদিনও বলা যায়। ২০০৮ সালে আজকের দিন অর্থাৎ ১৮ এপ্রিল আইপিএলের প্রথম ম্যাচ হয়েছিল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে সকলে খেলার সুযোগ পান না। প্রতিটা টিমে অনেক প্লেয়ারই থাকেন। তবে টিমে থাকলেই যে খেলার সুযোগ মিলবে, সেই গ্যারান্টি নেই। এ মরসুমে যেমন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি। প্রস্তুতিতে অবশ্য খামতি রাখেন না। সুযোগ পেলে যাতে পারফর্ম করতে পারেন, লক্ষ্য সেটাই।
দীর্ঘ সময় ধরেই মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন এই তরুণ অলরাউন্ডার। হাতে গোনা ম্যাচ খেলার সুযোগ হয়েছে। সম্প্রতি অর্জুন তেন্ডুলকরের একটি ইনস্টা স্টোরি সকলের মনে দাগ কেটেছিল। কিন্ত সদ্য একটি ভিডিয়ো চূড়ান্ত বিদ্রুপের মুখে ফেলেছে সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে। ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি হেঁটে আসছেন, এরপর গাড়িত উঠছেন। তাঁর হাঁটা এবং মাথা হেলানোর সহজাত ধরন দেখেই বিদ্রুপের শুরু।
সেই ভিডিয়োতে বিদ্রুপের বন্যা। কেউ লিখেছেন, অর্জুন নেশা করে রয়েছে। আবার একজন লিখেছেন, নিশ্চয়ই মদ্যপান করেছে। ভিডিয়োতে এমন নানা কমেন্ট। আর এক জন আবার মজার ছলেই বিদ্রুপ করে লিখেছেন, ভাইকে ম্যাচ খেলানো হোক নয়তো রেগে যাবে। মুম্বই ইন্ডিয়ান্স বোলিং লাইন আপে জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহারের মতো অভিজ্ঞ পেসাররা রয়েছেন। সঙ্গে হার্দিক পান্ডিয়া। স্বাভাবিক ভাবেই তরুণ পেসারদের পক্ষে সুযোগ পাওয়া কঠিন। বুমরা চোট সারিয়ে ফেরার আগে যেমন অশ্বিনী কুমার সুযোগ পেয়েছিলেন। তবে বুমরা যোগ দেওয়ায় আর সুযোগ হয়নি। অর্জুনকেও খেলানো কঠিন।