মুম্বই: এ বার আইনি পথে নামলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। গোয়ার একটি ক্যাসিনোর বিজ্ঞাপনে সচিনের বিকৃত ছবি পোস্ট। আর তাতেই বেজায় চটেছেন মাস্টার ব্লাস্টার। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঘোরাফেরা করছে সেই ছবি। ক্যাসিনোর বিজ্ঞাপনে যে ভাবে তাঁর ছবিকে ব্যবহার করা হয়েছে তা দেখে বেশ ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট ভারতের প্রাক্তন অধিনায়ক। যে সংস্থা সচিনের এই ছবিকে ব্যবহার করেছে,সেই সংস্থার বিরুদ্ধে আইনি পথে নামলেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। নিজের ক্ষোভের কথা টুইটে প্রকাশ করেন সচিন তেন্ডুলকর। আজীবনে কখনও বিতর্কিত বিজ্ঞাপনে দেখা যায়নি ভারতের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ককে। সেই সব জায়গা থেকে সর্বদাই নিজেকে দূরে সরিয়ে রেখেছেন সচিন। মদের কোম্পানির বিজ্ঞাপন কিংবা অনলাইন বেটিং সংস্থার বিজ্ঞাপনে অনেক ক্রিকেটারকে দেখা গেলেও সচিন কখনও সেই রাস্তায় হাঁটেননি। ভারতীয় ক্রিকেটের এক ব্যতিক্রমী চরিত্র। ক্যাসিনোর প্রোমোশনে একটি সংস্থা সচিনের বিকৃত ছবি ব্যবহার করায় আর চুপ থাকতে পারেননি তিনি। টুইটারে সেই অসন্তোষের কথা প্রকাশ করেন।
টুইটে সচিন লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমার ছবি বিকৃত করে একটি ক্যাসিনোর বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে। এই ঘটনা আমার নজরে এসেছে। কখনও জুয়া, তামাক বা মাদকজাত দ্রব্যের সঙ্গে কোনও যুক্ত সংস্থার বিজ্ঞাপন আমি করিনি। এটা আমার নীতিতে বাধে। তাই এ সবের সঙ্গে যুক্ত কোনও সংস্থা যখন আমার ছবি বিকৃত করে বিজ্ঞাপনে ব্যবহার করে, তা দেখে খুব যন্ত্রনা হয়। আমার লিগ্যাল টিম যথাযথ অ্যাকশন নেবে। আমার মনে হয়, এই তথ্যটা সবার সঙ্গে শেয়ার করা উচিত।’
Requesting everyone to remain vigilant about misleading images on social media. pic.twitter.com/VCJfdyJome
— Sachin Tendulkar (@sachin_rt) February 24, 2022
৪৮ বছরের সচিন তেন্ডুলকর এক ব্যতিক্রমী চরিত্র। সব ধরণের বিজ্ঞাপনের অফার থাকলেও, কখনও সেই পথকে বেছে নেননি। বরং এমন বিজ্ঞাপনগুলিকেই তিনি বেছে নিয়েছেন যা তাঁর মতাদর্শের সঙ্গে খাপ খায়। তাই তো ভারতীয় ক্রিকেটের এক আদর্শ চরিত্র হয়ে থাকবেন সচিন তেন্ডুলকর। মাঠের মধ্যে হোক কিংবা মাঠের বাইরে- সচিন নিজেই এক বিজ্ঞাপন।
আরও পড়ুন: India vs Sri Lanka: প্রথম দলে ফিরছেন জাদেজা, বুমরা