কলকাতা: ধারাবাহিকতা কারে কয়? প্রতি টুর্নামেন্টে পারফরম্যান্স দিয়ে দেখাচ্ছেন চেন্নাইয়ের ছেলে সাই সুদর্শন (Sai Sudharsan)। বছর তেইশের সাই চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে। তাঁকে নিয়ে প্রবল আলোচনা হচ্ছে। কারণ, গত তিন মাসে তিনটে আলাদা আলাদা টুর্নামেন্টে শতরান করেছেন সাই। ডাবল সেঞ্চুরি দিয়ে ছাপিয়ে গিয়েছেন আগের দুটো ইনিংসকেও। দিনের শেষে নট আউট ২০২। ব্যাটিং অর্ডার যাই হোক না কেন, সেঞ্চুরি যেন জলভাত করে ফেলেছেন। তিন টুর্নামেন্টে ৩ আলাদা পজিশনে খেলে সেঞ্চুরি করেছেন। তাঁর মধ্যে যে আলাদা বারুদ রয়েছে, তা নিয়ে চর্চা চলছে ভারতীয় ক্রিকেট মহলে।
রঞ্জি ট্রফিতে সাইয়ের সু’দর্শনীয়’ ইনিংস
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলছে তামিলনাড়ু ও দিল্লির রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। টস জিতে প্রথমে তামিলনাড়ুকে ব্যাটিংয়ে পাঠান দিল্লির ক্যাপ্টেন। ওপেনিংয়ে নেমে এন জগদীশান ও সাই সুদর্শন ১৬৮ রান তোলেন। এরপর নভদীপ সাইনি ফেরান তামিলনাড়ুর ক্যাপ্টেনকে। ১০১ বলে ৬৫ রানের ইনিংস উপহার দেন তিনি। তারপর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি বাঁধেন সাই। ১৩৮ বলে সেঞ্চুরি হাঁকান সাই। ৪১.২ ওভারে নভদীপ সাইনির বলে চার মেরে সাই তিন অঙ্কের রান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৫৮ বলে ২০২ করে ক্রিজে রয়েছেন, যে ভাবে এগোচ্ছেন, ট্রিপল সেঞ্চুরি করেই হয়তো থামবেন।
Century for Sai Sudharsan 💯
He brings it up in style with a lovely drive for 4⃣👌#RanjiTrophy | @IDFCFIRSTBank
Follow the match ▶️ https://t.co/NyF4apNoHU pic.twitter.com/hUTIf4up76
— BCCI Domestic (@BCCIdomestic) October 18, 2024
এর আগে ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে সাই ৫টি সেঞ্চুরি করেছিলেন। এটি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ শতরান। সাই অগস্টে কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামে ১০৫ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। সেই ম্যাচে তিনি ছয় নম্বরে ব্যাটিং করেছিলেন। এরপর সেপ্টেম্বরে দলীপ ট্রফিতে ইন্ডিয়া সি-র হয়ে দ্বিতীয় ইনিংসে তিনে নেমে ১১১ রান করেন। আর এ বার রঞ্জিতে ওপেনিংয়ে নেমে তিনি শতরান হাঁকালেন। যে ছন্দে রয়েছেন তিনি, তাতে নেটিজ়েনরা তাঁকে ভারতীয় টিমে দেখার দাবি তুলে দিয়েছেন। ভারতের হয়ে তাঁর ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই ডেবিউ হয়েছিল। আর এ বছর জিম্বাবোয়ে সফরে টি-২০ অভিষেকও হয়েছে তাঁর। এ বার দেখার ভারতীয় টিমে এত প্রতিযোগিতার মধ্যে নিয়মিত জাতীয় দলে তিনি কবে থেকে সুযোগ পান।