Shoaib Malik-Sana Javed: সানিয়ার পর এ বার সানার সঙ্গেও বিচ্ছেদ? বছর ঘুরতেই শোয়েবের তৃতীয় বিয়েও ভাঙতে চলেছে!

গুঞ্জনের সূত্রপাত, এক ভাইরাল ভিডিয়ো থেকে। যেখানে দেখা যায় এক ইভেন্টে এক সোফায় পাশাপাশি বসে রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ ও প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক। কিন্তু একে অপরের দিকে তাঁরা তাকাচ্ছেন না।

Shoaib Malik-Sana Javed: সানিয়ার পর এ বার সানার সঙ্গেও বিচ্ছেদ? বছর ঘুরতেই শোয়েবের তৃতীয় বিয়েও ভাঙতে চলেছে!
বছর ঘুরতেই সব শেষ! সানার সঙ্গে ভাঙছে শোয়েবের তৃতীয় বিয়ে?Image Credit source: X

Oct 05, 2025 | 12:57 PM

মাত্র এক বছরেই কি মোহভঙ্গ? আরও একটা বিচ্ছেদের পথে হাঁটবেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik)? এই নিয়ে জল্পনা বেড়েই চলেছে। যাঁর জন্য সানিয়া মির্জার সঙ্গে ১৪ বছরের সম্পর্কে ইতি টানতে পিছপা হননি শোয়েব, সেই তাঁকেই নাকি এ বার ছাড়তে চলেছেন! ভারতের টেনিস কুইন সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর সানা জাভেদকে (Sana Javed) বিয়ে করেছিলেন শোয়েব। এ বার সেই সম্পর্কেই নাকি চিড় ধরেছে। এই প্রসঙ্গে এ বার সাফ জানালেন সানা।

গুঞ্জনের সূত্রপাত, এক ভাইরাল ভিডিয়ো থেকে। যেখানে দেখা যায় এক ইভেন্টে এক সোফায় পাশাপাশি বসে রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ ও প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক। কিন্তু একে অপরের দিকে তাঁরা তাকাচ্ছেন না। শুধু তাই নয়, তাঁরা একে অপরের সঙ্গে কোনও কথাও বলছেন না। সেই ভিডিয়োর কমেন্ট সেকশনে অনেকেই নিজেদের নানা মতামত দিয়েছেন। এই ভিডিয়ো দেখেই অনেকের মনে প্রশ্ন জেগেছে যে, হয়তো সানা ও শোয়েবের মধ্যে সব ঠিক নেই।

সব জল্পনায় জল ঢেলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সানা জাভেদের বিচ্ছেদের যে গুঞ্জন চারিদিকে ছড়িয়েছে, তাতে কার্যত জল ঢেলে দিয়েছেন পাক অভিনেত্রী। সম্প্রতি শোয়েব ও সানা মার্কিন যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। ইউনিভার্সাল সিটি, লস অ্যাঞ্জেলেস, সান্টা মনিকার মতো নানা জায়গায় তাঁরা ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা ইউনিভার্সাল স্টুডিওস হলিউডেও ঘুরেছেন। ইন্সটাগ্রামে সানা তাঁদের ট্র্যাভেল টাইমের নানা ছবিও শেয়ার করেছেন।

বিদেশের মাটিতে সানা জাভেদ ও শোয়েব মালিকের কোয়ালিটি টাইম কাটানোর সকল মুহূর্তের ছবিই প্রমাণ করে দিচ্ছে যে, তাঁদের মধ্যে আপাতত কোনও সমস্যাই নেই।