IPL 2022: আরসিবির কোচের দায়িত্বে বাঙ্গার

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 09, 2021 | 3:42 PM

সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) দায়িত্ব নেওয়ার পর বলেন, 'আমাদের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা সব কোচেরা একসঙ্গে কাজ করছি। আমরা এক শক্তিশালী দল তৈরি করব। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ কয়েক বছরের যন্ত্রণা মেটাব।'

IPL 2022: আরসিবির কোচের দায়িত্বে বাঙ্গার
সঞ্জয় বাঙ্গার। ছবি: টুইটার

Follow Us

বেঙ্গালুরু: বিরাটদের (Virat Kohli) কোচের দায়িত্বে এলেন সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। আইপিএলে আরসিবির (RCB) হয়ে কোচিং করাবেন তিনি। ২ বছরের জন্য বাঙ্গারের সঙ্গে চুক্তি করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কোচ হিসেবে দেখা গেলেও প্রথম বার প্রধান কোচের দায়িত্ব সামলাবেন। এর আগে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বাঙ্গার। এমনকি আইপিএলেও ব্যাটিং কোচের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সাইমন কাটিচের (Simon Katich) পদত্যাগের পর আরসিবির ক্রিকেট ডিরেক্টর মাইক হেসন (Mike Hesson) অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব সামলাতেন।

 

আরসিবির নেতৃত্বও ছেড়েছেন বিরাট কোহলি। নতুন মরসুমে কে অধিনায়ক হবেন, তা এখনও ঠিক হয়নি। দায়িত্ব নেওয়ার পর সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) বলেন, ‘আমাদের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা সব কোচেরা একসঙ্গে কাজ করছি। আমরা এক শক্তিশালী দল তৈরি করব। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ কয়েক বছরের যন্ত্রণা মেটাব।’

 

 

আরসিবির ডিরেক্টর মাইক হেসন বলেন, ‘আমরা অনেকেরই ইন্টারভিউ নিয়েছি। তবে সঞ্জয় বাঙ্গারকে ওদের মধ্যে থেকে সেরা মনে হয়েছে। ওর প্রোফাইল অনেক উঁচু দরের। ব্যাটিং কোচ হিসেবে ওর পরিচিতি থাকলেও প্রধান কোচ হিসেবেও সফল হওয়ার ক্ষমতা রাখে ও। ওকে পেয়ে আমরা খুব ভাগ্যবান।’

 

আরও পড়ুন: T20 World Cup 2021: বুধবার বদলার ম্যাচ নিউজিল্যান্ডের

Next Article