Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanju Samson: ধোনি-বিরাটদের এলিট গ্রুপে প্রবেশ করলেন সঞ্জু স্যামসন

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৯ বলে ১৩ রান করেন সঞ্জু স্যামসন। তাতেই এক এলিট গ্রুপে ঢুকে পড়েছেন তিনি।

Sanju Samson: ধোনি-বিরাটদের এলিট গ্রুপে প্রবেশ করলেন সঞ্জু স্যামসন
Sanju Samson: ধোনি-বিরাটদের এলিট গ্রুপে প্রবেশ করলেন সঞ্জু স্যামসনImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 12:02 AM

ফ্লোরিডা: খেলার দুনিয়ায় প্রতিদিন রেকর্ড তৈরি হয়। এবং ভেঙে যায়। টি-২০ (T20) ক্রিকেটে আখছার একাধিক ক্রিকেটার বিভিন্ন রেকর্ড ভাঙেন এবং গড়েন। এ বার ভারতের উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন টি-২০ ক্রিকেটে এক মাইলস্টোন স্পর্শ করেছেন। আসলে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) পঞ্চম টি-২০ ম্যাচের পর ধোনি-বিরাটদের এলিট গ্রুপে প্রবেশ করলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু কী ভাবে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৯ বলে ১৩ রান করেন সঞ্জু স্যামসন। তাতেই এক এলিট গ্রুপে ঢুকে পড়েছেন তিনি। আসলে এই ম্যাচের পর টি-২০ ক্রিকেটে সঞ্জু স্যামসনের ৬০০০ রান পূর্ণ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-২০-তে সঞ্জু দুটি চার মারেন। টি-২০ ক্রিকেটে ৬ হাজারের ক্লাবে প্রবেশ করতে সঞ্জুর লেগেছে ২৪৬টি ম্যাচ। টি-২০ কেরিয়ারে সঞ্জু ৩৮টি অর্ধশতরান এবং ৩টি শতরান করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে নামার আগে এই ফর্ম্যাটে ৬০০০ রান পূর্ণ হওয়া থেকে সঞ্জু ২১ রান দূরে ছিলেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচেই তিনি ভারতের একাদশে সুযোগ পেয়েছিলেন। তাতে তিনি করেন মোট ৩২ রান। দু’টি ম্যাচে তাঁকে ব্যাটিং করতে হয়নি। কিন্তু যে ৩ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন তাতে তিনি করেন যথাক্রমে ১২, ৭, ১৩। যা মোটেও দর্শকদের মনে ধরেনি। যদিও নিকোলাস পুরানদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ১৩ রান করার সুবাদে টি-২০ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করে ফেলেছেন সঞ্জু। ক্রিকেটে কুড়ি-বিশের ফর্ম্যাটে তাঁর বর্তমান মোট রান ৬০১১।

টি-২০ ক্রিকেটে সঞ্জুর আগে ৬ হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন —বিরাট কোহলি (১১৯৬৫), রোহিত শর্মা (১১০৩৫), শিখর ধাওয়ান (৯৬৪৫), সুরেশ রায়না (৮৬৫৪), রবীন উথাপ্পা (৭২৭২), মহেন্দ্র সিং ধোনি (৭২৭১), দীনেশ কার্তিক (৭০৮১), কেএল রাহুল (৭০৬৬), মনীশ পান্ডে (৬৮১০), সূর্যকুমার যাদব (৬৬৬৯), গৌতম গম্ভীর (৬৪০২), অম্বাতি রায়ডু (৬০২৮)। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-২০ ক্রিকেটে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। আর টি-২০ ক্রিকেটে যদি সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটারের নাম করতে হয়, তিনি হলেন ক্রিস গেইল (১৪,৫৬২)।