
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ চলছে। রাজস্থান রয়্যালস হোম-অ্যাওয়ে মিলিয়ে তিনটে ম্যাচ খেলেছে এখনও অবধি। প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রিয়ান পরাগ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হাতে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন। তিনি শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছিলেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল সঞ্জুকে। ক্যাপ্টেন্সি করেছিলেন রিয়ান। প্রথম দু-ম্যাচে হারলেও গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান। নেতৃত্ব তুলে নিচ্ছেন সঞ্জু স্যামসন।
রাজস্থান রয়্যালসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্সের তরফে কিপিংয়ের ছাড়পত্রও দেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। স্বাভাবিক ভাবেই ক্যাপ্টেন্সিও করবেন সঞ্জু স্যামসনই। রাজস্থানের তরফে জানানো হয়েছে, তাদের পরবর্তী ম্যাচ অর্থাৎ মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেতৃত্বে ফিরছেন সঞ্জু স্যামসন। কিপিংও করবেন তিনি। ধ্রুব জুরেল হয়তো পরবর্তী ম্যাচগুলোতে স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই খেলবেন।
প্রথম তিন ম্যাচে সঞ্জু স্যামসন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলায় এই বিষয়ে নমনীয় হতে পারছিল না রাজস্থান। সঞ্জু ক্যাপ্টেন্সি করবেন। কিপিং, ব্যাটিংও। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে রাজস্থান রয়্যালস। এ বারের আইপিএলে তিন ম্যাচে ৯৯ রান করেছেন সঞ্জু স্যামসন। স্ট্রাইকরেট ১৫৫-এর মতো। ব্যাট হাতে যে ছন্দে রয়েছেন, বলাই যায়। রাজস্থান শিবির অপেক্ষায় আরও ভালো ইনিংসের।