AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SYED MUSHTAQ ALI Trophy: কেরিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি সরফরাজের, শার্দূলের ফাইফার; মুস্তাকে মগডালে মুম্বই

লখনউয়ে মুস্তাক আলির ম্যাচে নেমেছিল রিয়াগ পরাগের অসম ও শার্দূল ঠাকুরের মুম্বই। এই ম্যাচে টি-২০ কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুম্বইকর সরফরাজ খান। এখানেই শেষ নয়, মুম্বইয়ের ক্যাপ্টেন শার্দূল খান তুলে নেন পাঁচ-পাঁচটি উইকেট।

SYED MUSHTAQ ALI Trophy: কেরিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি সরফরাজের, শার্দূলের ফাইফার; মুস্তাকে মগডালে মুম্বই
কেরিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি সরফরাজের, শার্দূলের ফাইফার; মুস্তাকে মগডালে মুম্বইImage Credit: X
| Edited By: | Updated on: Dec 02, 2025 | 8:15 PM
Share

কলকাতা: অসমকে (Assam) উড়িয়ে মুস্তাকের মগডালে মুম্বই (Mumbai)। লখনউয়ে মুস্তাক আলির ম্যাচে নেমেছিল রিয়াগ পরাগের অসম ও শার্দূল ঠাকুরের (Shardul Tahkur) মুম্বই। এই ম্যাচে টি-২০ কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুম্বইকর সরফরাজ খান (Sarfaraz Khan)। এখানেই শেষ নয়, মুম্বইয়ের ক্যাপ্টেন শার্দূল খান তুলে নেন পাঁচ-পাঁচটি উইকেট। সবমিলিয়ে জমে গেল মুম্বই-অসম ম্যাচ।

সরফরাজের শতরান, শার্দূলের ৫ উইকেট

মুম্বইয়ের জার্সিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসমের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি সরফরাজ খানের। এই ইনিংসের পথে তাঁর ব্যাটে এসেছে ৮টি চার ও ৭টি ছয়। ম্যাচের সেরা হয়েছেন সরফরাজ খান। আর সেই ম্যাচেই ফাইফার নিয়ে মাঠ কাঁপান মুম্বই ক্যাপ্টেন শার্দূল ঠাকুর।

SMAT রেকর্ডনামা…

সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি যত এগোচ্ছে, প্রতি ম্যাচেই কিছু না কিছু রেকর্ড গড়ে চলেছেন নানা ক্রিকেটার। এই লিগের টেবল টপার মুম্বই। ক্যাপ্টেন শার্দূল ঠাকুরকে ব্যাটিংয়ে নামতে হয়নি। প্রথমে ৪ উইকেট হারিয়ে ২২০ রান তোলে মুম্বই। যেখানে ৪৭ বলে ১০০ নট আউট সরফরাজ খান। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে করেন ৪২ রান। ওপেনার আয়ুষ মাহত্রে ২১ রান করেন। আর টিম ইন্ডিয়ার বর্তমান টি-২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব করেন ১২ বলে ২০ রান। সরফরাজের সঙ্গে শেষ অবধি সাইরাজ পাটিল ২৫ রানে অপরাজিত থাকেন।

অসম ২২১ রানের টার্গেট তাড়া করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে। ৩ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে শার্দূল তুলে নেন ৫টি উইকেট। ২টি করে উইকেট সাইরাজ পাটিল ও অথর্বর। ১টি উইকেট শামস মুলানির। ১২২ রানে থেমে যায় অসম। ফলে ৯৮ রানে জয় মুম্বইয়ের।