Ranji Trophy: ম্যাচ আয়ত্ত্বে রেখেও সংযত সৌরাষ্ট্র শিবির
Bengal vs Saurashtra: বাংলার যে বোলাররা গোটা টুর্নামেন্টে দাপট দেখিয়ে এলেন, ফাইনালের মঞ্চেই তাঁরা নিষ্প্রভ। দ্বিতীয় দিনের খেলা শেষে খোলামেলা মেজাজে দেখা গেল সৌরাষ্ট্র শিবিরকে। হাসতে হাসতে মাঠ ছাড়তে দেখা গেল উনাদকাটদের।

কলকাতা: বদলার ফাইনাল থেকে ক্রমশ দূরে সরছে বাংলা (Bengal) দল। প্রথম দিনের পর, দ্বিতীয় দিনেও রঞ্জি ফাইনালে (Ranji Trophy) অ্যাডভান্টেজ সৌরাষ্ট্রর (Saurashtra)। দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে এগিয়ে উনাদকাটরা। সকালের শুরুটা দেখে মনে হয়েছিল, বাংলার বোলাররা হয়তো ম্যাচের মোড় ঘোরাতে পারে। কিন্তু অর্পিত বাসভড়া, চিরাগ জানিরা দেখিয়ে দিলেন গ্রীন টপ উইকেটেও কেমন ভাবে বোলারদের শাসন করতে হয়। আকাশদীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েল, আকাশ ঘটকদের বলে কোনও ঝাঁঝই খুঁজে পাওয়া গেল না। হার্বিক দেশাই, শেল্ডন জ্যাকসন, অর্পিত বাসভড়া, চিরাগ জানিরা দেখিয়ে দিলেন কীভাবে ব্যাটিং করতে হয়। বাংলার যে বোলাররা গোটা টুর্নামেন্টে দাপট দেখিয়ে এলেন, ফাইনালের মঞ্চেই তাঁরা নিষ্প্রভ। দ্বিতীয় দিনের খেলা শেষে খোলামেলা মেজাজে দেখা গেল সৌরাষ্ট্র শিবিরকে। হাসতে হাসতে মাঠ ছাড়তে দেখা গেল উনাদকাটদের। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
পরিস্থিতি বলছে, খেতাব জয় থেকে কয়েক কদম দূরে সৌরাষ্ট্র। যদিও উনাদকাটরা সতর্কই থাকছেন। খেলা শেষে সৌরাষ্ট্রের কোচ বললেন,’আমাদের আরও ভালো খেলতে হবে। আরও অনেকদূর এগিয়ে যেতে হবে। শনিবার সকালটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। লাঞ্চ পর্যন্ত দেখব খেলা কোনদিকে গড়ায়। সেই মতো আমরা এগোব।’ প্রথম দিনের পর দ্বিতীয় দিনের উইকেট কি ব্যাটারদের জন্য তুলনামূলক সহজ হচ্ছে? সৌরাষ্ট্র কোচের জবাব, ‘উইকেট ব্যাটারদের জন্য কিছুটা সহজ হচ্ছে। প্রথম দিন উইকেটে যতটা আর্দ্রতা ছিল, দ্বিতীয় দিন ততটা দেখা যায়নি। তাই বোলাররা অতটা সাহায্য পায়নি। ভারতের উইকেটের এটাই বৈশিষ্ট্য।’
সৌরাষ্ট্র দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে এগিয়ে। ক্রিজে ৮১ রানে ব্যাট করছেন অর্পিত বাসভড়া। ৫৭ রানে ক্রিজে আছেন চিরাগ জানি। লিডটা ২০০ পার করলে বাংলার পক্ষে লড়াইটা আরও কঠিন হয়ে যাবে। যদিও সৌরাষ্ট্র দল মুখে নয়, মাঠেই নিজেদের কাজটা করতে সচেষ্ট। ইডেন ছাড়ার সময়ও উনাদকাটদের কোচ বলে গেলেন ‘এখনও অনেক দূর যেতে হবে।’
