Ranji Trophy Record: রঞ্জি ট্রফিতে ছয় মারার রেকর্ড নাইট রাইডার্স প্রাক্তনীর

Ranji Trophy 2024-25, Sheldon Jackson: কেরিয়ারের শততম রঞ্জি ট্রফি ম্যাচে অনন্য রেকর্ড গড়লেন সৌরাষ্ট্রর অভিজ্ঞ ব্যাটার শেল্ডন জ্য়াকসন। রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড এ বার কেকেআর প্রাক্তনীর দখলে। ছাপিয়ে গিয়েছেন নমন ওঝাকে।

Ranji Trophy Record: রঞ্জি ট্রফিতে ছয় মারার রেকর্ড নাইট রাইডার্স প্রাক্তনীর
Image Credit source: BCCI FILE

Jan 30, 2025 | 4:39 PM

রঞ্জি ট্রফির সপ্তম রাউন্ডের ম্যাচ চলছে। বিভিন্ন গ্রুপের একঝাঁক ম্যাচ। তেমনই ঘরের মাঠে অসমের বিরুদ্ধে খেলছে সৌরাষ্ট্র। রিয়ান পরাগের নেতৃত্বে খেলছে অসম। আর তাদের বিরুদ্ধেই বিধ্বংসী ব্যাটিং। কেরিয়ারের শততম রঞ্জি ট্রফি ম্যাচে অনন্য রেকর্ড গড়লেন সৌরাষ্ট্রর অভিজ্ঞ ব্যাটার শেল্ডন জ্য়াকসন। রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড এ বার কেকেআর প্রাক্তনীর দখলে। ছাপিয়ে গিয়েছেন নমন ওঝাকে।

ঘরোয়া ক্রিকেটে অতি পরিচিত নাম শেল্ডন জ্যাকসন। সৌরাষ্ট্রর হয়ে রঞ্জি ট্রফিও জিতেছেন। ঘরের মাঠে মাইলফলকের ম্যাচ খেলছেন চেতেশ্বর পূজারার সতীর্থ। রঞ্জি কেরিয়ারে সব মিলিয়ে সাড়ে ছ’হাজারের উপর রান রয়েছে শেল্ডনের। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সে ছিলেন এই কিপার ব্য়াটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবশ্য খুব একটা দাগ কাটতে পারেননি।

অসমের বিরুদ্ধে ম্যাচটি সৌরাষ্ট্রর কাছে খুবই গুরুত্বপূর্ণ। চারে ব্য়াট করতে নামেন অভিজ্ঞ ব্যাটার শেল্ডন জ্য়াকসন। ইনিংসে তাঁর প্রথম ছয়ের সঙ্গেই রেকর্ড। রঞ্জি ট্রফিতে ১৪৩টি ছয়। অসমের পেসার রাহুল সিংয়ের বোলিংয়ে কাউ কর্নারে ছয় মারেন শেল্ডন। ২০১৯-২০ মরসুমে প্রথম বার রঞ্জি ট্রফি জিতেছিল সৌরাষ্ট্র। সেই টিমের গুরুত্বপূর্ণ অংশ শেল্ডন। সে বার ৫০ উপর গড়ে ৮০৯ রান করেছিলেন শেল্ডন।