Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket World Cup: বদলে গেল বিশ্বকাপের ভেনু, প্রকাশ্যে সূচি; ভারত-পাক ম্যাচ কবে?

ICC U19 Men’s Cricket World Cup: দুবাইয়ে চলছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। এরই মাঝে বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ক'দিন আগেই অনূর্ধ্ব ১৯ ভারত-পাকিস্তান দ্বৈরথ হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে এই দুই দল অবশ্য এক গ্রুপে নেই। গ্রুপ এ-তে রয়েছে ভারত। এই গ্রুপের বাকি তিন দল বাংলাদেশ, আয়ার্ল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। ১৬ দলের বিশ্বকাপ।

Cricket World Cup: বদলে গেল বিশ্বকাপের ভেনু, প্রকাশ্যে সূচি; ভারত-পাক ম্যাচ কবে?
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 7:00 AM

দুবাই: নতুন বছরের শুরুতেই বিশ্বকাপ। অনূর্ধ্ব ১৯ পুরুষদের বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। যদিও ক্রিকেট বোর্ডে ডামাডোলের কারণে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব হাতছাড়া হয় শ্রীলঙ্কার। পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় হবে বিশ্বকাপ। গত অনূর্ধ্ব ১৯ পুরুষদের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল। পঞ্চম বার সেরার ট্রফি জিতেছিল ভারত। অনূর্ধ্ব ১৯ মেয়েদের উদ্বোধনী বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ট্রফিও জিতেছিল ভারত। পুরুষদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত অভিযান শুরু করবে বাংলাদেশের বিরুদ্ধে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দুবাইয়ে চলছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। এরই মাঝে বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ক’দিন আগেই অনূর্ধ্ব ১৯ ভারত-পাকিস্তান দ্বৈরথ হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে এই দুই দল অবশ্য এক গ্রুপে নেই। গ্রুপ এ-তে রয়েছে ভারত। এই গ্রুপের বাকি তিন দল বাংলাদেশ, আয়ার্ল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। ১৬ দলের বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি।

চারটি দলকে গ্রুপে ভাগ করা হয়েছে। পাকিস্তান রয়েছে গ্রুপ ডি-তে। তবে কোয়ার্টার ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভাবনা রয়েছে। ভারত যদি নিজেদের গ্রুপে সেরা হয় এবং পাকিস্তান নিজেদের গ্রুপে দ্বিতীয় হলে ৩০ জানুয়ারি ফের ভারত-পাক দ্বৈরথ দেখা যেতে পারে বিশ্বকাপের মঞ্চে। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু হবে ১৯ জানুয়ারি। সেমিফাইনাল দুটি রয়েছে ৬ ও ৮ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচ ১১ ফেব্রুয়ারি। এই নিয়ে তৃতীয় বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন করবে রেনবো নেশন। এর আগে ১৯৯৮, ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ হয়েছে দক্ষিণ আফ্রিকায়।

গত বিশ্বকাপে যশ ধূলের নেতৃত্বে পঞ্চম বার অনূর্ধ্ব ১৯ স্তরে চ্য়াম্পিয়ন হয়েছিল ভারত। তার আগে ২০১৮ সালে পৃথ্বী সাউয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। ২০২০ বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে চাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।