কলকাতা: অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) কি দক্ষিণ আফ্রিকা সফরকারী ভারতীয় (India Tour of South Africa) টিমে জায়গা পাবেন? দীর্ঘ দিন রানের মধ্যে না থাকা চেতেশ্বর পূজারার কী হবে? এই প্রশ্নের উত্তর খুঁজছে ভারতীয় ক্রিকেট। নির্বাচকদের যা মনোভাব, তাতে দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সফরে এই দুই সিনিয়রকে টিমের বাইরে রাখার কোনও ইচ্ছেই আপাতত নেই। তবে এই সফরই দুই ক্রিকেটারের কাছে শেষ সুযোগ হতে পারে। সেঞ্চুরিয়ান, কেপ টাউনের মাঠে রান না পেলে রাহানে-পূজারার বিকল্প ভাবতে শুরু করতে হবে টিম ম্যানেজমেন্টকে।
রাহানে-পূজারা ইস্যু নিয়ে যখন চাপের অন্ত নেই, তখন আবার চোটের কালো ছায়া বিরাট কোহলির টিমের উপর। যা পরিস্থিতি, তাতে চার ক্রিকেটারকে নিয়ে রীতিমতো দ্বিধায় নির্বাচক কমিটি। রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শুভমন গিল ও ইশান্ত শর্মার চোট রয়েছে। এই চার ক্রিকেটার টেস্ট টিমে সুযোগ পাবেন কিনা, তাই দেখার। চার ক্রিকেটারের মধ্যে অন্তত দু’জনের চোট বেশ ভালোই। মাসখানেক সময় লাগতে পারে ফিট হতে। এই অবস্থায় তাঁদের দক্ষিণ আফ্রিকা সফরে পাঠাতে আগ্রহী নন নির্বাচকরা।
২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। সিএসএ টেস্ট ঘোষণা করে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য টিম ঘোষণা নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না। ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা বিরাট-রোহিতদের। পাশাপাশি আরও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। বিরাটকে কি ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানো হতে পারে? সাদা বলের ক্রিকেটে দুই ক্যাপ্টেন চাইছে না বোর্ড। তাই রোহিত শর্মাকেই একাংশ অধিনায়ক করতে চাইছে। বিশেষ করে বোর্ড চাইছে, ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের আগে তিনি যাতে কিছুটা সময় পান। তবে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে টিম কিংবা ক্যাপ্টেন বাছাইয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো চাইছেন না নির্বাচকরা। আপাতত টেস্ট টিমই বেছে নেওয়া হবে। যে হেতু ১৯ জানুয়ারি প্রথম ওয়ান ডে, তাই পরে ভাবা হবে ভারতের ওয়ান ডে টিম নিয়ে। মোটামুঠি ঠিক হয়েছে, ২৫-২৬ জনের টিম পাঠানো হবে দক্ষিণ আফ্রিকায়।
চাপ যতই থাকুক, আগামী দু-এক দিনের মধ্যে টেস্ট টিম বেছে নিতে বসবেন নির্বাচকরা। আর তার আগে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বাঁ হাতি স্পিনার বাছা। জাডেজা কিংবা অক্ষর, এই দুইয়েই এতদিন ভরসা রেখেছেন নির্বাচকরা। কিন্তু দু’জনেই যদি খেলতে না পারেন, তা হলে তৃতীয় বাঁ হাতি স্পিনার হিসেবে কাকে নেওয়া হবে, তা নিয়ে দ্বিধায় তাঁরা।
আরও পড়ুন: Don Bradman: ডনের ট্রিপল সেঞ্চুরির ব্যাট উঠছে নিলামে