নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) আগেই কুড়ি ওভারের ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছেড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপের পর কুড়ি ওবারের ফরম্যাটে টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু টেস্ট আর ওয়ানডে-তে এখনও অধিনায়ক বিরাটই। সচরাচর স্প্লিট ক্যাপ্টেন্সিতে বিশ্বাস রাখে না বোর্ড। তবু সীমিত ওভারের ফরম্যাটে পুরোপুরি ভাবে রোহিতকে ক্যাপ্টেন করার দাবি তোলেন কেউ কেউ। যদিও এই ইস্যুতে ধীরে চলো নীতি নিচ্ছে চেতন শর্মার (Chetan Sharma) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
দক্ষিণ আফ্রিকায় (South Africa) ৩টে টেস্ট সিরিজ খেলার পাশাপাশি ৩টে একদিনের ম্যাচের সিরিজও রয়েছে ভারতের। ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে। এমন কি টেস্ট দলের সঙ্গে প্রোটিয়া সফরে চেতেশ্বর পূজারা আর অজিঙ্কা রাহানে যাবেন কিনা তা নিয়েও চলছে কাটাছেঁড়া। ইশান্ত শর্মার ফর্মও আলোচ্য বিষয়। যদিও অধিনায়ক বিরাট কোহলি এখনও আস্থা রাখছেন পূজারা, রাহানের উপর। সূত্রের খবর, একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ বোর্ড।
নির্বাচকমণ্ডলী সূত্রের খবর, ‘একদিনের ক্রিকেটে ক্যাপ্টেন্সি অনেক গুরুতর ইস্যু। রোহিত শর্মাকে পুরোপুরি সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন করা হবে, এটা হয়তো সবাই আন্দাজ করতে পারছে। কিন্তু তার আগে বিরাট কোহলির সঙ্গে নির্বাচকদের বসতে হবে। কোহলির ব্যাটিং নিয়ে আলোচনা করতে হবে। সেই আলোচনায় রোহিতকেও থাকতে হবে। কারণ পাকাপাকি ভাবে নেতৃত্বের দায়িত্ব নেওয়ার আগে ওকেও পরিষ্কার ভাবে সব জানতে হবে।’
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ২৬ তারিখ থেকে শুরু হলেও প্রথম একদিনের ম্যাচ ১৯ জানুয়ারি। এখনও হাতে এক মাস সময় রয়েছে। এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফিও চলছে। সে দিকেও নজর রয়েছে নির্বাচকদের। ঘরোয়া ক্রিকেটে নজর রেখে ভবিষ্যতের লাইনআপও তাঁদের তৈরি করতে হবে। টেস্ট দল এর মধ্যে ঘোষণা হয়ে গেলেও, একদিনের সিরিজের দল ঘোষণায় কিছুটা সময় চাইছে নির্বাচক কমিটি।
আরও পড়ুন: Vijay Hazare Trophy 2021-22: বরোদাকে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু বাংলার