Shaheen Afridi : প্রথম দু’বলে জোড়া উইকেট, দ্য় হান্ড্রেডে পাক পেসারের ক্যারিশমা
দ্য হান্ড্রেডে (The Hundred) পা দিয়েই বোলিংয়ের ধার বোঝালেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগে ওয়েলশ ফায়ার টিমের হয়ে খেলছেন পাক বোলার।
লন্ডন : বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা বোলারদের অন্যতম পাকিস্তানে বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। পাকিস্তানের জার্সিতে তাঁর বোলিং দক্ষতা সকলেই দেখেছেন। পায়ে চোট তাঁকে ভুগিয়েছে দীর্ঘদিন। চোট সারিয়ে চাঙ্গা শাহিন বর্তমানে বিভিন্ন দেশের হয়ে টি-২০ টুর্নামেন্টে নজর কাড়ছেন। টি ২০ ব্লাস্টে দারুণ ফর্মে ছিলেন। এ বার দ্য হান্ড্রেডে (The Hundred) পা দিয়েই বোলিংয়ের ধার বোঝালেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগে ওয়েলশ ফায়ার টিমের হয়ে খেলছেন পাক বোলার। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি। প্রথম দুই বলে পরপর দুটি উইকেট তুলে নেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচ নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় যে কারণে মাত্র ৪০ বলের ম্যাচ হয়েছে। প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ৯৪ রান তোলে ওয়েলশ। রান তাড়া করতে নামা ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ব্যাটার ফিল সল্টকে প্রথম বলেই এলবিডব্লিউ করেন। এতেই ক্ষান্ত হননি শাহিন। দ্বিতীয় বলে লরি ইভান্সকে এলবিডব্লিউ করেন। ইভান্স ও সল্ট দু’জনই গোল্ডেন ডাক হয়ে ফেরেন।
This is @iShaheenAfridi, everyone ? #TheHundred pic.twitter.com/NGhPJZ9QqX
— The Hundred (@thehundred) August 2, 2023
কিন্তু তারপরই যেন শাহিনের ভাগ্য গেল ঘুরে। প্রথম দু’বলে প্রতিপক্ষের জোড়া উইকেট ছিনিয়ে নিয়ে পরের আট বলে মোট ২৪ রান দেন। যার মধ্যে তিনি পাঁচটি বাউন্ডারি হজম করেছেন। ম্যাঞ্চেস্টারের বাঁ হাতি ব্যাটার ম্যাক্স হোল্ডেন শাহিন আফ্রিদির ডেলিভারি সীমানার বাইরে গিয়ে ফেলেন। তবে শেষমেশ ম্য়াচটি জিতেছে শাহিন আফ্রিদির টিম ওয়েলশ ফায়ার। ৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৫ রানে আটকে যায় ম্যাঞ্চেস্টার। ৯ রানে ম্যাচটি জিতে নিয়েছেন শাহিন আফ্রিদিরা।