বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাইলফলকের সামনে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। কাল থেকে শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। ফাইনালের দৌড়ে পাকিস্তান নেই বললেই চলে। ইংল্যান্ডের সম্ভাবনাও ক্ষীণ। তবে ইংল্যান্ড যদি ধারাবাহিক ভাবে জিততে পারে, সামান্য হলেও সম্ভাবনা থাকছেই। কয়েক সপ্তাহ আগেই ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে ক্লিনসুইপ হয়েছে পাকিস্তান। আত্মবিশ্বাসে কিছুটা হলেও পিছিয়ে তারা। ইংল্যান্ড সেই সুযোগটা নিতেই পারে। এর মাঝেও বড় মাইলফলকে পৌঁছনোর সুযোগ শাহিনের।
ঘরের মাঠে টেস্ট। চেনা পরিবেশ। ব্যাপক সমর্থন। এর মাঝেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরির সুযোগ রয়েছে শাহিন আফ্রিদির। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ। সুতরাং, পাকিস্তানের বাঁ হাতি পেসারের কাছে অনেকটাই সুযোগ রয়েছে। শাহিন যদিও চাইবেন প্রথম টেস্টেই তিন অঙ্কে পৌঁছতে।
শাহিন শাহ আফ্রিদির টেস্ট অভিষেক হয়েছিল ২০১৮ সালে। পাকিস্তান দলে ভরসা হয়ে উঠেছেন সব ফরম্যাটেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল হিসেবে আহামরি পারফর্ম করতে পারেনি পাকিস্তান। তবে ব্যক্তিগত ভাবে রেকর্ড খুবই ভালো শাহিনের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৫ ম্যাচে নিয়েছেন ৯৩ উইকেট। সেঞ্চুরিতে পৌঁছতে তাঁর প্রয়োজন আর সাত উইকেট। প্রথম টেস্টেই সেটা হয়ে যেতে পারে। পাকিস্তানের প্রথম বোলার হিসেবে রেকর্ড গড়বেন।