AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2021: আফ্রিদির সমালোচনায় আফ্রিদি

তিনি বলেন, 'শাহিনের ওই এক রকম ডেলিভারি দেখে আমি মোটেই খুশি নই। হাসান আলি ক্যাচ মিস করায় ম্যাচ হাতছাড়া হয় মানছি। তবে শাহিন ওভাবে পরপর ৩টে ছয় হজম করবে তা মোটেই মেনে নেওয়া যায় না। ও অনেক জোরে বল করে। ওর উচিত বুদ্ধিকে কাজে লাগানো। মাথার বুদ্ধিকে কাজে লাগিয়ে অফ স্টাম্পের বাইরে ইয়র্কার ডেলিভারি করা উচিত ছিল ওর। ও যে মাপের বোলার, তাতে এরকম পরপর ৩টে ছয় হজম কিছুতেই মেনে নেওয়া যায় না।'

T20 World Cup 2021: আফ্রিদির সমালোচনায় আফ্রিদি
শাহিন আফ্রিদি ও শাহিদ আফ্রিদি। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 3:56 PM
Share

লাহোর: শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) সমালোচনায় প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। গোটা বিশ্বকাপে ভালো পারফর্ম করলেও সেমিফাইনালে নিজের শেষ ওভারে পরপর ৩টে ছয় হজম করেন শাহিন আফ্রিদি। আর তাতেই ম্যাচ হেরে যায় পাকিস্তান। ছিটকে যায় বিশ্বকাপ (T20 World Cup) থেকে।

অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড (Matthew Wade) এক ওভারে পরপর ৩ ছক্কা হাঁকিয়ে ফাইনালের টিকিট এনে দেন দলকে। পেসার শাহিন আফ্রিদিকে কড়া ভাষায় আক্রমণ করেন শাহিদ আফ্রিদি। তিনি বলেন, ‘শাহিনের ওই এক রকম ডেলিভারি দেখে আমি মোটেই খুশি নই। হাসান আলি ক্যাচ মিস করায় ম্যাচ হাতছাড়া হয় মানছি। তবে শাহিন ওভাবে পরপর ৩টে ছয় হজম করবে তা মোটেই মেনে নেওয়া যায় না। ও অনেক জোরে বল করে। ওর উচিত বুদ্ধিকে কাজে লাগানো। মাথার বুদ্ধিকে কাজে লাগিয়ে অফ স্টাম্পের বাইরে ইয়র্কার ডেলিভারি করা উচিত ছিল ওর। ও যে মাপের বোলার, তাতে এরকম পরপর ৩টে ছয় হজম কিছুতেই মেনে নেওয়া যায় না।’

শাহিদ আফ্রিদি মনে করেন এই হার থেকেই শিক্ষা নেবে পাকিস্তান (Pakistan) দল। গোটা টুর্নামেন্টে শাহিন নজর কাড়লেও সেমিফাইনালে নিজের শেষ ওভারেই আকাশ থেকে মাটিতে নেমে এলেন।

আরও পড়ুন: Indian Cricket: রোটেশন পলিসির মাধ্যমে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে অনুসরণ বিসিসিআইয়ের