ICC World Cup 2023: ইডেনের চেনা বাইশ গজে হতাশ করলেন সাকিব, লিটন

NED vs BAN, ICC World Cup: বাংলাদেশের এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন দু'জন। সাকিব আল হাসান (Shakib al Hasan) আর লিটন দাস (Litton Das)। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু'জনেই আইপিএল খেলেছেন। লিটন এখনও কেকেআরে খেলেন। ইডেন দু'জনের কাছেই একরকম হোম গ্রাউন্ড। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে কেকেআরের পতাকা নিয়েও গ্যালারিতে ঢুকলেন জনা চারেক দর্শক। সাকিব আর লিটনের জন্যই বাংলাদেশের সমর্থনে এসেছেন।

ICC World Cup 2023: ইডেনের চেনা বাইশ গজে হতাশ করলেন সাকিব, লিটন
ICC World Cup 2023: ইডেনের চেনা বাইশ গজে হতাশ করলেন সাকিব, লিটনImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 10:35 PM

কলকাতা: এমনিতেই কলকাতা বড্ড প্রিয় বাংলাদেশিদের কাছে। ইডেনে আবার বাংলাদেশের (Bangladesh) দুটো ম্যাচ। আগে থেকেই ম্যাচের টিকিট কেটে রেখেছিলেন অনেকে। যারা কাটেননি, তারা আগেই এসে গিয়েছেন কলকাতায়। টিকিট জোগাড়ে সফল হয়েছেন অনেকে। বাংলাদেশের এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন দু’জন। সাকিব আল হাসান (Shakib al Hasan) আর লিটন দাস (Litton Das)। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু’জনেই আইপিএল খেলেছেন। লিটন এখনও কেকেআরে খেলেন। ইডেন দু’জনের কাছেই একরকম হোম গ্রাউন্ড। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে কেকেআরের পতাকা নিয়েও গ্যালারিতে ঢুকলেন জনা চারেক দর্শক। সাকিব আর লিটনের জন্যই বাংলাদেশের সমর্থনে এসেছেন। নেদারল্যান্ডস ম্যাচের আগে পর্যন্ত দু’জন ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। লিটন চোট সারিয়ে মাঠে নামেন। আর সাকিব দেশে ফিরে গিয়েছিলেন। ব্যক্তিগত কোচের কাছে প্রশিক্ষণ নিয়ে ফেরেন কলকাতায়। ম্যাচের আগের দিন প্র্যাকটিসে হাজির থাকলেও অনুশীলন করেননি। ব্যাট নিয়ে কয়েক বার শুধু শ্যাডো করেন।  বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস। মাত্র ৩ রানে আউট হন লিটন। রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।‌ প্রেস বক্সে বসে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আশরাফুলও আক্ষেপের সুরে বলছিলেন, ‘এই দায়িত্বজ্ঞানহীনের মতো শট কেউ খেলে! কোনও দরকার ছিল না।’

এমনিতেও কেকেআরের হয়ে গত মরসুমে মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। তাও রান পাননি। ইডেনের পরিচিত বাইশ গজেও ডাচদের বিরুদ্ধে রান করতে ব্যর্থ। যতটা প্রত্যাশার আকাশ ছুঁয়েছিল, তত দ্রুতই তা নেমে গেল।

অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বল হাতে ১০ ওভারে ১ মেডেনসহ ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন। ব্যাট হাতেও ব্যর্থ সাকিব। কিপারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন মাত্র ৫ রানে। অস্ট্রেলিয়ার জেতার খবর নিশ্চয়ই বাংলাদেশের ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছে। তাই ভালো ব্যাটিং করার ইচ্ছেও হয়তো চলে গিয়েছে সাকিব, লিটনদের।