কলকাতা: কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। তাঁর বয়স ৩৭। অভিজ্ঞতা থাকলেই সব সময় সব হয় না। অনেক সময় দিতে হয় মেধাপরীক্ষা। যেমন এ বার তা দিতে হবে সাকিব আল হাসানকে। গত কয়েকদিন ধরে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি। শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে সাকিবের আন্তর্জাতিক কেরিয়ার নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট (Bangladesh Cricket) বোর্ডের নির্বাচক প্রধান গাজী আশরফ হোসেন জানিয়েছেন, পারফরম্যান্সের ভিত্তিতেই সাকিবকে পাক সফরে যাবেন সাকিব আল হাসান।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁরই কিনা টিমে জায়গা মিলছে মেধার ভিত্তিতে? অনেককেই এই তত্ত্ব ভাবাচ্ছে। কিন্তু সাকিবকে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট টিমে রাখার ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবি জাতীয় নির্বাচক বলেন, ‘সাকিবের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। গত মাসেও ওর সঙ্গে কথা হয়েছে। এই মাসেও কথা হয়েছে। পুরোটাই একটা প্রক্রিয়ার মধ্যে হয়। দেশের বাইরে যদি কোনও প্লেয়ার থাকেন, তাঁর খোঁজখবর নেওয়া হয়। পারফরম্যান্সের কারণেই ওকে পাকিস্তান সফরে পাঠানো হচ্ছে। সব ফর্ম্যাটে মানিয়ে নিতে পারার দক্ষতা এখানে ওকে এগিয়ে রেখেছে। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর রেকর্ড সবকিছু মিলিয়েই ওকে টিমে রাখা হয়েছে।’
শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়িতে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। অবশ্য একা মাশরাফির বাড়িতেই নয়, আওয়ামী লিগের নেতা-মন্ত্রীদের অনেকের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। সাকিব আল হাসানও এই দলের হয়ে ভোটে দাঁড়িয়েই সাংসদ হয়েছিলেন। সে দেশে সরকার পড়ে যাওয়ায় সাকিব এখন আর সাংসদ নন। কিন্তু তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে।
বিসিবির নির্বাচক প্রধান গাজী আশরাফ হোসেন বলেন, ‘অনুশীলন সেশনে প্রত্যেক ক্রিকেটারের ও কোচের নিরাপত্তা নিশ্চিত করা হয়। দেশের এই পরিস্থিতিতে যা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ, সাকিব আল হাসান দেশের অন্যতম সেরা ক্রিকেটার। ক্রিকেটারের পাশাপাশি সাকিব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা সেটা নিয়েও ভেবেছি। কিন্তু ওর নির্বাচনটা হয়েছে মেধার ভিত্তিতে। সকল ক্রিকেটারের ক্ষেত্রে এটাই প্রাধান্য পায়। ভবিষ্যতেও পাবে।’