ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়েছেন। এরপরই সরকারের পতন এবং বাংলাদেশে নানা অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। বাদ পড়েননি প্রাক্তন ক্রিকেটাররাও। তাঁদের বর্তমান পরিচিতি অবশ্য রাজনীতির সঙ্গেও যুক্ত। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা নরাইল-২ কেন্দ্রের সাংসদ। বাংলাদেশের গত সাধারণ নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন আর এক ক্রিকেটার সাকিব আল হাসানও। মাশরাফির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তেমনই আগুন জ্বলেছে সাকিব আল হাসানের পার্টি অফিসেও। সাকিব অবশ্য দেশে নেই। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন। সেখানেই চরম অপমানের শিকার সাকিব আল হাসান।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ সময় বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন। বাংলাদেশের হয়ে নানা রেকর্ড গড়েছেন। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে নানা সাফল্য। বিতর্কেও জড়িয়েছেন অনেকবার। এ বার চরম অপমানের শিকার সাকিব। বাংলাদেশের ক্রিকেট সমর্থক সারা বিশ্ব জুড়েই রয়েছেন। কানাডায় এমন পরিস্থিতির সামনে পড়েন।
গত কাল অর্থাৎ সোমবার কানাডা টি-টোয়েন্টি লিগে ম্যাচ ছিল সাকিবের। আজও ম্যাচ রয়েছে তাঁর টিমের। গতকালের ম্যাচে বল হাতে ১ উইকেট নিয়েছেন সাকিব। বাংলা টাইগার্সের হয়ে ব্যাট হাতে ৩০ বলে ৩৬ রানও করেন। তাঁর দল জিতেওছে। এরই মাঝে একটি ভিডিয়ো ভাইরাল। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কোনও মন্তব্য না করায় সাকিবকে অশ্লীল ভাষায় বিদ্রুপ করা হচ্ছে। সাকিব শুধু হাত নেড়ে যাচ্ছেন। মুখে হাসি রাখার চেষ্টা করলেও পারেননি।
Shakib Al Hasan is getting booed by the Bangladeshis for his silence in the recent National issue ⚠️
📹 Nabil Ahmed/FB pic.twitter.com/JISTuemvhG
— Cricketangon (@cricketangon) August 6, 2024