Shane Warne: ইংল্যান্ড জাতীয় দলের কোচ হতে চেয়েছিলেন শেন ওয়ার্ন

শেন ওয়ার্ন ইংল্যান্ডের কোচ হলে দরুণ কাজ করত। মন্তব্য ওয়ার্নের সতীর্থ ও প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের (Ricky Ponting)। এক ইন্টারভিউয়ে পান্টার বলেছেন, "ক্রিকেটার প্রতি ওর প্যাশন ও জ্ঞান নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না। ও যদি ইংল্যান্ড ক্রিকেট টিমের দায়িত্ব পেত দারুণ কাজ করত।"

Shane Warne: ইংল্যান্ড জাতীয় দলের কোচ হতে চেয়েছিলেন শেন ওয়ার্ন
শেষ ইচ্ছে পূরণ করতে পারলেন না ওয়ার্ন। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 3:58 PM

লণ্ডন: অ্যাসেজে অস্ট্রেলিয়াক কাছে ৪-০ হারের পর ইংল্যান্ড (England) কোচের পদ হারিয়েছিলেন ক্রিস সিলভারউড। তারপর থেকে ইংল্যান্ড জাতীয় দলের কোচের পদ ফাঁকা। এই পদেই বসতে চেয়েছিলেন শেন ওয়ার্ন (Shane Warne)। নিজের ইচ্ছের কথা লুকিয়েও রাখেননি অস্ট্রেলিয়ার (Australia) লেগ স্পিনের জাদুকর। ক্রিকট মহল বলে থাকে, শেন ওয়ার্নের মত একজন যোগ্য অধিনায়ক আন্তর্জাতিক মঞ্চে অধিনায়কত্ব করার সুযোগ পাননি। অধিনায়ক হিসেবে তিনি কেমন সেটা দেখা গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। ভারতীয় ক্রিকেটের বিলিয়ন ডলার লিগ আইপিএলের প্রথম ট্রফির স্বাদটা তিনিই পেয়েছিলেন। ওয়ার্নের মধ্যে কোচ গুনও ফুটে উঠেছে রজাস্থান রয়্যালসে। তবে এবার পার্টটাইম নয়, ফুলটাইম কোচ হিসেবে নিজের কেরিয়ার শুরু করতে চেয়েছিলেন শন ওয়ার্ন। থাইল্যান্ডে ছুটি কাটিয়ে তিনি ইংল্যান্ডে যাচ্ছিলেন। সেখানে ধারাভাষ্য দেওয়ার কথা ছিল তাঁর। সঙ্গে কি ইংল্যান্ডে কোচের দায়িত্ব পাওয়ার আবেদেনটাও করতেন শেন ওয়ার্ন।

শেন ওয়ার্নের সঙ্গে দীর্ঘদিন ধারাভাষ্যকারের কাজ করছেন ইংল্যান্ড মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার ঈশা গুহ। এক পডকাস্টে ঈশার সামনেই ইংল্যান্ড কোচে হওয়ার ইচ্ছের কাথা জানিয়েছিলেন প্রাক্তন অজি স্পিনার। ওয়ার্ন বলেছিলেন, “আমার মনে হয় ওই দায়িত্বটা (ইংল্যান্ড জাতীয় দলের কোচ) খুব ভালো ভাবে পালন করতে পারব। দলটায় বেশ কয়েকজন দারুণ ক্রিকেটার আছে। গভীরতা আছে ইংল্যান্ডে। শুধু বেসিক গুলো ঠিক করতে হবে।” শেন ওয়ার্নের এই মন্তব্যের স্মৃতি চারণা করে ঈশা গুল নিজের কলামে লিখেছেন, “শেষবার যখন ওঁর (ওয়ার্ন) সঙ্গে দেখা হয়েছিলেন, শেন বলেছিল, ‘ঈশা আমি ইংল্যান্ড দলের কোচ হতে চাই। তুমি কি বলো’।

শেন ওয়ার্ন ইংল্যান্ডের কোচ হলে দরুণ কাজ করত। মন্তব্য ওয়ার্নের সতীর্থ ও প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের (Ricky Ponting)। এক ইন্টারভিউয়ে পান্টার বলেছেন, “ক্রিকেটার প্রতি ওর প্যাশন ও জ্ঞান নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না। ও যদি ইংল্যান্ড ক্রিকেট টিমের দায়িত্ব পেত দারুণ কাজ করত।” যদিও শেন ওয়ার্নের আরেক অধিনায়ক মার্ক টেলর (Mark Taylor) মনে করেন না, কোনও দলের ফুল টাইম কোচ হিসেবে ভালো কাজ করতে পারেতেন ওয়ার্ন। কারণ হিসেবে টেলর মনে করছেন, ওয়ার্নের জীবনের প্রতি ভালোবাসা। কোনও একটা জায়গায় আটকে তাথকে পছন্দ করতেন না শেন ওয়ার্ন। তাই টানা ১২ মাস কোনও একটা জায়গায় আটকে থাকা ওর পক্ষে সম্ভব হতে না বলেই মনে করছেন মার্ক টেলর।

আরও পড়ুন : Shane Warne: ওয়ার্নের বডি ফেরানোর ব্য়বস্থা করল অস্ট্রেলিয়া সরকার