Shane Warne: ওয়ার্নের বডি ফেরানোর ব্যবস্থা করল অস্ট্রেলিয়া সরকার
থাই পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাংকক থেকে ওয়ার্নের বডি ফেরানোর ব্যবস্থা করছে অস্ট্রেলিয়া সরকার।
ব্যাংকক: দেখতে দেখতে কেটে গিয়েছে চারটে দিন। গত শুক্রবার (৪ মার্চ) আচমকাই এই দুনিয়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি দেন শেন ওয়ার্ন (Shane Warne)। থাইল্যান্ডে (Thailand) নিজের প্রাইভেট ভিলা থেকে উদ্ধার হয়েছিল ওয়ার্নের মৃতদেহ। অজি কিংবদন্তি ওয়ার্নের মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। থাইল্য়ান্ড প্রশাসন জানিয়েছিল, অটোপসি ছাড়া ওয়ার্নের মৃতদেহ তাদের পক্ষ থেকে ছাড়া হবে না। সেই মতো রবিবার ওয়ার্নের অটোপসিও হয়। রিপোর্টে আসে স্বাভাবিক মৃত্যুই হয়েছে কিংবদন্তি অজি লেগস্পিনারের। কিন্তু এখনও তাঁর দেহ পৌঁছয়নি তাঁর পরিবারের কাছে। মঙ্গলবার ওয়ার্নের দেহ অস্ট্রেলিয়ায় (Australia) পৌঁছনোর কথা থাকলেও তা হয়নি।
তবে থাই পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাংকক থেকে ওয়ার্নের বডি ফেরানোর ব্যবস্থা করছে অস্ট্রেলিয়া সরকার। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ওয়ার্নি। থাই পুলিশের মুখপাত্র কিসানা ফাথানাচারোয়েন জানিয়েছেন, ওয়ার্নের মৃতদেহ মঙ্গলবার গভীর রাতে ব্যাংককের একটি পুলিশ হাসপাতালে ছিল। ফ্লাইটের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁক দেহ সেখানেই থাকার কথা। তিনি বলেন, “থাইল্যান্ডের পক্ষ থেকে আর কোনও পরীক্ষা করার নেই। এখন অস্ট্রেলিয়ার তরফ থেকে একটি ফ্লাইট জোগাড় করাই কাজ।”
মঙ্গলবার থাইল্যান্ডে অস্ট্রেলিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে, ক্রিকেটারের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখনও ব্যবস্থা করা হচ্ছে এবং ক্যানবেরায় বিদেশ মন্ত্রণালয়কে মিডিয়া অনুসন্ধানের নির্দেশ দিয়েছে, যেখানে বলা হয়েছে যে, ওয়ার্নের পরিবারকে সাহায্য করার জন্য এবং তাঁদের অনুরোধে গোপনীয়তা বজায় রাখতে এ ব্যাপারে আর কোনও মন্তব্য করা হবে না। ভিক্টোরিয়ান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ণ মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্য হবে। স্থান এখনও ঠিক হয়নি। তবে মেলবোর্ন (Melbourne) ক্রিকেট গ্রাউন্ডেই সেটা হওয়ার সম্ভাবনা। উপস্থিত থাকতে পারেন প্রায় এক লক্ষ মানুষ। তার আগে যদিও পরিবার ও বন্ধুদের দেওয়া হবে বাড়তি সময়।
আরও পড়ুন: Shane Warne: মৃত্যুর আগে ওয়ার্নের শেষ ছবি
আরও পড়ুন: Shane Warne: বাবাকে খোলা চিঠি ওয়ার্ন কন্যার
আরও পড়ুন: Shane Warne: ওয়ার্ন ‘মূল্য়ায়ন করে সমালোচনা’, কথা ঘোরালেন গাভাসকর