Shane Warne: ওয়ার্ন ‘মূল্য়ায়ন করে সমালোচনা, কথা ঘোরালেন গাভাসকর

সানি ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করে বলেছেন, 'কে এগিয়ে, কে পিছিয়ে, এই প্রশ্নটা আমাকে করা উচিত ছিল না যেমন, তেমনই আমার উত্তর দেওয়া উচিত হয়নি। ওয়ার্নকে কারও সঙ্গে তুলনা করার এটা সঠিক সময় নয়।'

Shane Warne: ওয়ার্ন 'মূল্য়ায়ন করে সমালোচনা, কথা ঘোরালেন গাভাসকর
ওয়ার্ন নিয়ে সুনীল গাভাসকরের মন্তব্য। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2022 | 12:45 PM

নয়াদিল্লি: যতই ম্য়াজিক ডেলিভালি করুন, যতই শতাব্দীর সেরা বল বেরিয়ে আসুক তাঁর হাত থেকে, স্পিনার হিসেবে সর্বকালের সেরার আসনে শেন ওয়ার্নকে বসানো যাবে না। বক্তা আর কেউ নন, খোদ সুনীল গাভাসকর। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সোমবার এই মন্তব্য় করার পর রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রচারমাধ্য়ম একেবারেই মেনে নিতে পারছে না সানির এই যুক্তি। যিনি একবার বলছেন, ‘লেগস্পিন অত্য়ন্ত কঠিন একটা শিল্প। ওয়ার্ন সেটাই দুরন্ত ভাবে আয়ত্ত করেছিল।’ সেই তিনি কি করে বলছেন, ‘ভারতীয় স্পিনার ও মুথাইয়া মুরলীধরনের থেকে পিছিয়ে থাকবে ওয়ার্ন।’ এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। অজি মিডিয়ার তরফে বলা হচ্ছে, সানির মন্তব্য় অত্য়ন্ত বিভ্রান্তিকর। আর এই বিতর্কে পড়েই গাভাসকর নিজের এমন মন্তব্য়ের জন্য় দুঃখপ্রকাশ করেছেন।

সানি ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করে বলেছেন, ‘কে এগিয়ে, কে পিছিয়ে, এই প্রশ্নটা আমাকে করা উচিত ছিল না যেমন, তেমনই আমার উত্তর দেওয়া উচিত হয়নি। ওয়ার্নকে কারও সঙ্গে তুলনা করার এটা সঠিক সময় নয়। ক্রিকেট যে সব অসাধারণ প্লেয়ার দেখেছে, ওয়ার্ন তাদের একজন। ঠিক যেমন রডনি মার্শ অন।তম সেরা উইকেট কিপার ছিল। ওদের আত্মার শান্তি কামনা করি।’

ওয়ার্ন সর্বকালের সেরা কিনা, তা নিয়ে হয়তো আলোচনা থাকতে পারে। কিন্তু তাঁর মৃত্য়ুর তিন দিনের মধ্য়ে এই আলোচনা মেনে নেওয়া যায় না। অস্ট্রেলিয়া মিডিয়া যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছে। ১৪৫ টেস্ট খেলে ৭০৮টা উইকেট পাওয়া লেগস্পিনার যে ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছেন, তা অস্বীকার করার উপায় নেই। এই মুহূর্তে মাত্র ৫২ বছর বয়সে মারা যাওয়া ওয়ার্নের জন্য় শোকস্তব্ধ হয়ে রয়েছে ক্রিকেট। তার মধ্যেই কেন গাভাসকর এমন মন্তব্য় করবেন, তা নিয়েই তীব্র আলোচনা শুরু হয়েছে।

একটি কাগজ লিখেছে, ভারতের ক্রিকেট কিংবদন্তি যে ভাবে ওয়ার্নকে মাপার চেষ্টা করেছেন, তা নিন্দনীয়। এটা সঠিক সময় নয়। আর একটা কাগজের বেরিয়েছে, গাভাসকরের মন্তব্য় বিভ্রান্তিকর। তিনি মেনেই নিয়েছেন, ক্রিকেটের সবচেয়ে কঠিন শিল্পটাকেই অসাধারণ আয়ত্ত করেছিল ওয়ার্ন, তখন আর অন্য় কিছু বলা যায় না। এক ব্রিটিশ সাংবাদিক জার্ক মেন্ডল আবার টুইটারে লিখেছেন, ‘সানি, ওয়ার্নকে মূল্য়ায়নের এটা সঠিক সময় নয়। এই ব্য়াপারটা থেকে সরে থাকুন। ওর শরীর এখনও ঠান্ডা হয়নি।’

সব মিলিয়ে সানি বেশ অস্বস্তিতে পড়েছেন। যে কারণে তিনি পাল্টা বিবৃতিতে দিয়ে নিজের মনোভাব পরিষ্কার করার চেষ্টা করেছেন। এ নিয়ে কোনও সন্দেহ নেই যে, ক্রিকেট দুনিয়ায় গাভাসকরের মতো বিশ্লেষক খুব কম আছেন। সানির মন্তব্য় যে কারণে গুরুত্ব পায়। ওয়ার্নকে নিয়ে তিনি যা বলেছেন, তাঁর যুক্তিতে হয়তো ঠিক। কিন্তু সদ্য় অকালপ্রয়াত ওয়ার্নকে এখনই মাপতে চাইছেন না তাঁর ভক্তরা, অস্ট্রেলিয়া, এমনকি ক্রিকেটও।

আরও পড়ুন: IPL 2022 CSK Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে সিএসকের সূচি