কৌস্তভ গঙ্গোপাধ্যায়
প্রায় বছর পাঁচেক আগের কথা।’১০’ নম্বর জার্সি পরে জাতীয় দলের হয়ে খেলায় কম সমালোচনার মুখে পড়তে হয়নি। যে ‘১০’ নম্বর জার্সিকে সচিন তেন্ডুলকরের জন্য আজীবন অবসরে পাঠিয়েছিল বোর্ড। সেই বোর্ডের ভুলেই আবার ১০ নম্বর জার্সির কামব্যাক হয়। কিন্তু অনামী শার্দূল ঠাকুরের গায়ে সেই জার্সি দেখে চটে যায় ভারতীয় ক্রিকেটের একটা অংশ। পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও ভুল স্বীকার করে নেওয়া হয়। কিন্তু দেশের অনেক ক্রিকেটপ্রেমীদের কাছেই অপ্রিয় হয়ে ওঠেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)।
কেরিয়ারের শুরুতেই এ রকম পরিস্থিতিতে এর আগে কোনও ক্রিকেটারকে পড়তে হয়নি। নিজেকে প্রমাণ করার কঠিন চ্যালেঞ্জ ছিল শার্দূল ঠাকুরের কাছে। বরাবরই দলের কঠিন পরিস্থিতিতে ত্রাতা হয়ে ওঠেন এই মুম্বইকর। সে অস্ট্রেলিয়া সফর হোক কিংবা প্রোটিয়া সফর। ব্রিসবেন থেকে জোহানেসবার্গ- দলের প্রয়োজনে অপরিহার্য্য শার্দূল ঠাকুর। বোলার শার্দূল দলের স্বার্থে ব্যাট হাতেও ভরসা জোগান। ওয়ান্ডারার্স টেস্টের আগেও শার্দূলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল। সেঞ্চুরিয়নে বুমরা-সামিদের আগুনে পেস ঢেকে দেয় বাকি বোলারদের। প্রথম ইনিংসে ২ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট পাননি শার্দূল। জো’বার্গ টেস্টের আগে প্রবল ভাবে শোনা যাচ্ছিল ইশান্ত শর্মার নাম। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির পিঠের চোট আবার দরজা খুলে দেয় শার্দূলের সামনে। কীভাবে?
বিরাট কোহলি চোট পেতেই হনুমা বিহারিকে খেলায় টিম ম্যানেজমেন্ট। অলরাউন্ডার হিসেবে দলে টিকে যান শার্দূল ঠাকুর। জো’বার্গে বাভুমা, পিটারসন, ভেরেইনরা যখন দারুণ ব্যাটিং করছেন, তখনই প্রত্যাঘাত শার্দূল ঠাকুরের। একটা সময় মনে হচ্ছিল ভারতের ২০২ রান টপকে অনেক বড় রানের লিড নেবে দঃ আফ্রিকা। চোটগ্রস্থ সিরাজকেও বেশি বোলিং করানোর ঝুঁকি নিতে পারছে না দল। সামি, বুমরা জুটিও বাভুমাদের প্যাভিলিয়নের রাস্তা দেখাতে পারছেন না। তখনই দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভাঙন ধরালেন শার্দূল ঠাকুর। টেস্ট কেরিয়ারে প্রথম বার ৫ উইকেট নিলেন। ভেঙে দিলেন আগের ৪ উইকেট নেওয়ার রেকর্ড। ডিন এলগার, বাভুমা, পিটারসন, ভেরেইন, ফান ডার ডুসোঁ- প্রোটিয়া ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন। দল যখনই বিপদের মুখোমুখি হয়, ক্রাইসিস ম্যানেজার হয়ে ওঠেন শার্দূল ঠাকুর।
সচিনের ১০ নম্বর জার্সি পরার জন্য এক সময় বিক্ষোভের মুখে পড়েছিলেন যিনি, ওয়ান্ডারার্সে চমক দেওয়া সেই শার্দূলকেই ১০-এ দশ দিচ্ছেন ক্রিকেট ভক্তরা।
আরও পড়ুন: India vs South Africa: ‘এখনও ম্যাচটা দখলে নিতে পারি’, বলছেন অশ্বিন