Shardul Thakur: ‘বিশ্বকাপের আগে সব ম্যাচই ভারতের জন্য গুরুত্বপূর্ণ’, বলছেন শার্দূল ঠাকুর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ২০০ রানের বিরাট ব্যবধানে জিতেছে ভারত। একইসঙ্গে এই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া।

ত্রিনিদাদ: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের ওডিআই (ODI) সিরিজ শেষ। ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত। এ বছরের ওডিআই বিশ্বকাপের জন্য একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ৩ ম্যাচের একদিনের সিরিজে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে ভারত। বিরাট কোহলি-রোহিত শর্মাদের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণ ক্রিকেটারদের দেখে নিয়েছেন রাহুল দ্রাবিড়রা। এই সিরিজ দিয়েই ভারতের বিশ্বকাপের (Cricket World Cup) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ওডিআই ক্রিকেটে শার্দূল বিরাট ছাপ রাখছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতার পর শার্দূল জানান, এ বছরই যেহেতু একদিনের বিশ্বকাপ তাই এখন থেকে প্রতিটি ম্যাচই ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওডিআইতে আট উইকেট নিয়েছেন শার্দূল। তার মধ্যে সিরিজের ফয়সলা ম্যাচে তিনি নিয়েছেন ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট। যা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা বোলিং। ওডিআই সিরিজ জয়ের পর শার্দূল বলেন, ‘দলের দৃষ্টিকোণ থেকে দেখলে বিশ্বকাপের আগে আমাদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই কিছু করে দেখাতে হবে। এ ছাড়া টিম ম্যানেজমেন্টও ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকবে। একাধিক ক্রিকেটারের উপর নির্বাচকদের নজরও থাকবে। তাই বিশ্বকাপের আগে যত গুলো ম্যাচ আমরা খেলব সবগুলোই গুরুত্বপূর্ণ হতে চলেছে।’
এই সিরিজে ৮ উইকেট নিয়ে খুশি শার্দূল। তিনি জানান, বছরের পর বছর ধরে ক্রিকেটাররা এমন সুযোগের অপেক্ষায় থাকেন। কখনও ভালো পারফর্ম করেন ক্রিকেটাররা। আবার কখনও প্রত্যাশাপূরণ করতে পারেন না। তবে শার্দূলের কথায়, তিনি যে সিরিজেই খেলেন, সব সময় তাঁর আত্মবিশ্বাস বাড়ে। অভিজ্ঞতা অর্জন করেন তিনি। শার্দূল বলেন, ‘আমি কখনই ভাবি না দলে জায়গা করার জন্য আমাকে খেলতে হবে। এমন মানসিকতা নিয়ে আমি খেলি না।’
শার্দূল আরও বলেন, ‘বিশ্বকাপের স্কোয়াডে আমাকে না বাছা হলে, সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তা নিয়ে আমার বেশি কিছু করার নেই। আমি সব সময় দলেক হয়ে পারফর্ম করার চেষ্টা করি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি। দেশের হয়ে খেলার সুযোগ পেলে আমি অনুভব করি যে, দলের আমার প্রতি আস্থা আছে, তাই আমাকে খেলার সুযোগ দেওয়া হয়েছে।’
যদি ২০১৯ সালের বিশ্বকাপ থেকে ধরা হয়, তা হলে শার্দূল ঠাকুর এক মাত্র ভারতীয় বোলার যিনি ওডিআই ক্রিকেটে ৫০টি উইকেট নিয়েছেন। নিজের গত কয়েক বছরের পারফরম্যান্স নিয়ে শার্দূল বলেন, ‘গত কয়েক বছরে আমাদের ব্যাটিং লাইন-আপ দেখা হলে নজরে পড়বে তা কতটা গভীর। অল রাউন্ডার হিসেবে নীচের দিকে ব্যাট করতে নামলে আমার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দায়িত্বটা বেড়ে যায়। তাই ব্যাটিং হোক, বোলিং হোক বা ফিল্ডিং আমি সব সময় চেষ্টা করি দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার।’





