AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Global T20 Canada: এক টুর্নামেন্টে ৬ বিঘে জমির মালিক, পৃথিবী কিনবেন শেরফান?

Sherfane Rutherford: টাকা মাটি, মাটি টাকা এই তত্ত্ব বাঙালি বহু যুগ আগে শুনেছে। ক্রিকেটে যে এখন জমিও ফলছে, তা জানা ছিল না। কানাডার গ্লোবাল টি-২০ লিগে সিরিজের সেরা হয়েছেন শেরফান রাদারফোর্ড। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে তাঁকে যে পেল্লাই চেকটি দেওয়া হয়েছে, তাতে বড় বড় করে লেখা রয়েছে ম্যান অফ দ্য সিরিজ শেরফান রাদারফোর্ড পাচ্ছেন আধা একর জমি।

Global T20 Canada: এক টুর্নামেন্টে ৬ বিঘে জমির মালিক, পৃথিবী কিনবেন শেরফান?
Global T20 Canada: এক টুর্নামেন্টে ৬ বিঘে জমির মালিক, পৃথিবী কিনবেন শেরফান? Image Credit: GT20 Canada Twitter
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 4:31 PM
Share

‘লগান’এর মতো সেই অদ্ভুত সিনেমা আজও প্রাসঙ্গিক মনে হচ্ছে। অনাবৃষ্টিতে গ্রামের চাষিরা ফসল ফলাতে পারেননি। কিন্তু শাসক তা শুনবেন কেন? কর তাঁর চাই-ই চাই। মুমূর্ষ চাষিদের সেই সময় প্রস্তাব দেওয়া হয় একটি ক্রিকেট (Cricket) ম্যাচের। যদি চাষিরা জেতেন, তা হলে লগান মাফ করে দেওয়া হবে। এই ক্রিকেট ও জমির সম্পর্ক যে এই শতাব্দীতেও এত প্রাসঙ্গিক হবে, কে জানত! রাস্তা দেখিয়েছিল পাকিস্তান। ম্যান অব দ্য ম্যাচ হলে গাড়ি বা বিপুল অর্থ আর দেওয়া হয় না। তার বদলে মেলে জমি। যে রাস্তায় পাকিস্তান হেঁটেছিল তা-ই এ বার প্রতিষ্ঠা পেল কানাডায় (Canada)। কোনও ক্রিকেটার যদি ম্যাচ জেতানো পারফর্ম করেন, টাকা পয়সার সীমানা তাঁকে আটকে রাখবে না। বদলে কয়েক বিঘে জমি কানাডায় পেয়ে যেতে পারেন তিনি। শুনে আশ্চর্য মনে হলেও কানাডার ক্রিকেট লিগ এখন চলছে এই ফর্ম্যাটে। মার্কিন মুলুকে মালিক হয়ে ওঠা সেই ভাগ্যবান ক্রিকেটারের নাম জানেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টাকা মাটি, মাটি টাকা এই তত্ত্ব বাঙালি বহু যুগ আগে শুনেছে। ক্রিকেটে যে এখন জমিও ফলছে, তা জানা ছিল না। কানাডার গ্লোবাল টি-২০ লিগে সিরিজের সেরা হয়েছেন শেরফান রাদারফোর্ড। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে তাঁকে যে পেল্লাই চেকটি দেওয়া হয়েছে, তাতে বড় বড় করে লেখা রয়েছে ম্যান অফ দ্য সিরিজ শেরফান রাদারফোর্ড পাচ্ছেন আধা একর জমি। অর্থাৎ ৬ বিঘে জমি একটা টুর্নামেন্ট খেলে কামিয়ে ফেলেছেন শেরফান। এ সব দেখে আফসোস করতে পারেন ইউনিভার্সাল বস। আরও কয়েক বছর যদি খেলাটা চালিয়ে যেতেন হয়তো অর্ধেক পৃথিবীর জমি পুরস্কারই পেয়ে যেতেন। ক্রিস গেইল পাননি ঠিকই, একটাই সান্ত্বনা তাঁর দেশোয়ালি ভাই কানাডার মাটিতে ৬ বিঘে জমির মালিক হয়েছেন।

মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে গ্লোবাল টি২০ কানাডা লিগে খেলেছেন শেরফান রাদারফোর্ড। টুর্নামেন্টের ফাইনালে দ্য জাগুয়ার্স টিমের বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছে মন্ট্রিয়ল টাইগার্স। ওই ম্যাচে ২৯ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস উপহার দেন শেরফান। আন্দ্রে রাসেলের সঙ্গে জুটি বেঁধে ১২ বলে ২৯ রান তুলে দলকে জেতাতে সাহায্য করেন শেরফান। সেই সুবাদে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পান শেরফান। পাশাপাশি পুরো টুর্নামেন্ট জুড়ে ২২০ রান করে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারও পান তিনি।

গ্লোবাল টি-২০ কানাডা লিগের ফাইনালের পর মোট ৪টি পুরস্কার পেয়েছেন শেরফান। সেই চারটি পুরস্কার হল —

১. ম্যান অব দ্য সিরিজ – USA-তে আধা একর জমি।

২. ম্যান অব দ্য ম্যাচ – ১ হাজার ডলার।

৩. মোমেন্ট অব দ্য ম্যাচ – ৫০০ ডলার।

৪. ফ্লিপ চ্যালেঞ্জ উইনার – CAD ১০০০।