
বছর দুয়েক আগে ১১ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন ভারতীয় ক্রিকেটের গব্বর শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ধাওয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে থেকে থেকেই আলোচনা হয়েছে। বিগত কয়েকদিন ধরেই শিখরের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছিল। তাঁর সঙ্গে নাম জুড়েছিল আইরিশ প্রোডাক্ট কনসালট্যান্ট সোফি সাইনের। আর প্রেমের গুঞ্জন নয়, এ বার সিলমোহর। একটি ইনস্টাগ্রাম পোস্টে শিখর ও সোফি তাঁদের সম্পর্কের ব্যপারে সকলকে জানিয়ে দিয়েছেন। যা সোশ্য়াল মিডিয়ায় আসার পরই ফ্যানদের মধ্যে আলোড়ন পড়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির এক ম্যাচে প্রথমে শিখর ও সোফিকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে শিখর ও সোফিকে একাধিকবার বিভিন্ন পাবলিক ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছে। এ বার সোফি সাইনের একটি ইন্সটা পোস্টে তাঁদের দু’জনকে একসঙ্গে এক ছবিতে দেখআ গিয়েছে। সোফি সাইন তাঁর অ্য়াকাউন্ট থেকে যে ছবি পোস্ট করেছেন, তার ক্যাপশনে লিখেছেন ‘মাই ❤️’। একটি লাল রঙের হার্ট ইমোজিই বুঝিয়ে দিচ্ছে তাঁরা একে অপরকে ভালোবাসেন। অন্তত এমনটাই বলছেন নেটিজ়েনরা। সোফির ইন্সটা পোস্টটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
এর আগে মিডিয়া কনক্লেভে শিখর তাঁর জীবনে নতুন প্রেমের কথা স্বীকার করেছিলেন। পাশাপাশি তাঁর আগের প্রেম এবং সেই প্রেমের ভুল নিয়েও বলেছিলেন তিনি। শিখরের কথায়, ‘আমি বলব না যে প্রেমের ক্ষেত্রে আমার ভাগ্য খারাপ ছিল, বরং বলব যে আমি অনভিজ্ঞ ছিলাম। কিন্তু এখন আমি অভিজ্ঞ এবং সেটা কাজে আসবে বলেই আমার বিশ্বাস।’