AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shikhar Dhawan : ধাওয়ানকে নেতা বানাচ্ছে বিসিসিআই! মেগা ইভেন্টে জাতীয় দলের ক্যাপ্টেন্সি সামলাবেন শিখর

Asian Games 2023 : দিনকয়েক আগেই জানা গিয়েছিল, এ বারের এশিয়ান গেমসের জন্য পুরুষ ও মহিলা দল পাঠাবে বিসিসিআই। ১৯তম এশিয়ান গেমসের সময় যদিও বিরাট কোহলি, রোহিত শর্মারা বিশ্বকাপে ব্যস্ত থাকবে।

Shikhar Dhawan : ধাওয়ানকে নেতা বানাচ্ছে বিসিসিআই! মেগা ইভেন্টে জাতীয় দলের ক্যাপ্টেন্সি সামলাবেন শিখর
Shikhar Dhawan : ধাওয়ানকে নেতা বানাচ্ছে বিসিসিআই! মেগা ইভেন্টে জাতীয় দলের ক্যাপ্টেন্সি সামলাবেন শিখর
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 8:20 PM
Share

নয়াদিল্লি : ফের শিখর ধাওয়ানে (Shikhar Dhawan) আস্থা রাখতে চলেছে বিসিসিআই (BCCI)। চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়ান গেমস হওয়ার কথা। দিনকয়েক আগেই জানা গিয়েছিল, এশিয়ান গেমসে বিসিসিআই পুরুষ ও মহিলা ক্রিকেট দল পাঠাতে রাজি। এ বার সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, আসন্ন এশিয়ান গেমসে (Asian Games 2023) টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি সামলাতে পারেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। সিনিয়র দলে তিনি এখন সুযোগ যদিও, বিসিসিআই এশিয়ান গেমস নিয়ে সিদ্ধান্ত নেবে ৭ জুলাই বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কয়েকদিন আগে অবধি বিসিসিআই এশিয়ান গেমসে দল পাঠাতে রাজি ছিল না। ৯ বছর পর এশিয়ান গেমসে ক্রিকেট ফিরছে। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অবধি চিনের হাংঝাওতে হবে এশিয়ান গেমস। যেহেতু ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর অবধি হবে ওডিআই বিশ্বকাপ, তাই বোর্ড সিদ্ধান্ত নেয় পুরুষ ক্রিকেট দল হিসেবে ভারতীয় ‘বি’ টিম পাঠানো হবে। আর সেখানেই অধিনায়ক হিসেবে পাঠানো হবে ধাওয়ানকে। এ বার দেখার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় কী সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন এশিয়ান গেমসে মহিলাদের ক্ষেত্রে যদিও বিসিসিআই ভারতের ‘এ’ টিমই পাঠাবে।

২০২২ সালের ১০ ডিসেম্বর শেষবার ভারতের হয়ে খেলেছিলেন শিখর ধাওয়ান। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে চট্টগ্রামে মাত্র ৩ রান করেছিলেন ধাওয়ান। তারপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি। এই প্রথম নয়, এর আগেও ভারতীয় দলের হয়ে ক্যাপ্টেন্সি সামলেছেন শিখর। ২০২১ সালের জুনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ও টি-২০ সিরিজে ভারতীয় দলের হয়ে প্রথম বার নেতৃত্ব দিয়েছিলেন। এরপর ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তিনি ভারতীয় দলকে নতৃত্ব দিয়েছিলেন। অধিনায়ক হিসেবে এখনও অবধি মোট ১৫টি ম্যাচে ভারতের ক্যাপ্টেন্সি সামলেছেন ধাওয়ান। তার মধ্যে জয় ৮টি ও হার ৫টি ম্যাচে। উল্লেখ্য, এ বারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে অধিনায়ত্ব করেছেন শিখর ধাওয়ান। পঞ্জাবের হয়ে এ বারের আইপিএলে ১১টি ম্যাচে ৩৭৩ রান করেছিলেন শিখর ধাওয়ান।