কৌস্তভ গঙ্গোপাধ্যায়
ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ খেলার দীর্ঘ অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। সেই ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এখনও খেলে চলেছেন। ২০০৬ সালে টি-২০ ক্রিকেটে প্রথম বার খেলতে নামেন। বিশ্বকাপ হোক কিংবা বিশ্বকাপের বাইরে, ভারতের বিরুদ্ধে অজস্র ম্যাচ খেলার স্মৃতি জড়িয়ে আছে তাঁর কেরিয়ারের সঙ্গে। কখনও মণিমুক্ত ছড়িয়েছেন, কখনও সঙ্গী থেকেছে ব্যর্থতা।
ক্রিকেটার থেকে অধিনায়ক সব পর্যায়েই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে বিশ্বকাপের আসরে ভারতকে কখনও হারাতে পারেননি। এই জ্বালা এখনও তাঁকে তাড়িয়ে বেড়ায়। এ বারের বিশ্বকাপেও একেবারে শেষ মুহূর্তে টিমে সুযোগ পেয়েছেন। শোয়েব মকসুদ চোটে ছিটকে যেতেই বিশ্বকাপের দরজা খুলে যায় তাঁর সামনে। গতকাল রাতের ম্যাচে ১২ জনের তালিকাতেও রয়েছে তাঁর নাম। ম্যাচের আগেই ঠিক হবে তিনি চূড়ান্ত এগারোয় থাকবেন কিনা। প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক (Shoaib Malik) মরিয়া হয়ে উঠেছেন ভারতকে হারাতে।
ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তাঁর ব্যক্তিগত জীবনেও সঙ্গী। স্ত্রী হায়দরাবাদের টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ভারত-পাক ম্যাচের দিন সঙ্কটে থাকেন সানিয়া। দেশের জন্য গলা ফাটালেও প্রার্থনা থাকে শোয়েবের জন্য। ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন। এক বারের জন্য চাইছেন ভারতকে হারিয়ে জয়ের স্বাদ পেতে। এটাই হয়তো শেষ বারের মতো তাঁর কাছে ভারত-পাক দ্বৈরথ। কুড়ি ওভারের ফরম্যাটে শোয়েবের ঝুলিতে অসংখ্য অভিজ্ঞতা। দেশের হয়ে ১১৬টা টি-২০ ম্যাচ খেলেছন। রান করেছেন ২৩৩৫। ঝুলিতে ২৮ উইকেট। হাইভোল্টেজ ম্যাচে কি ভাবে স্নায়ুর চাপ সামলাতে হয় তা ভালোই জানেন এই অলরাউন্ডার।
বাবর-ফখরদের সঙ্গে নিজের পুরনো অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন শোয়েব। ড্রেসিংরুমে সতীর্থদের উজ্জীবিত করছেন। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তবু জেতার স্বপ্ন দেখা ছাড়েননি। ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে শোয়েবের প্রার্থনা একটাই- বিশ্বকাপের আসরে ভারতকে হারানো।
আরও পড়ুন: T20 World Cup 2021: পাকিস্তানের বিরুদ্ধে ‘আরও তেরো’র গল্প সাজাচ্ছে বিরাটের ভারত
আরও পড়ুন: T20 World Cup 2021: রশিদ-মইন ঘূর্ণিতে লজ্জার হার গেইলদের