কৌস্তভ গঙ্গোপাধ্যায়
প্রত্যাবর্তন এমনই হওয়া উচিত। নায়কদের প্রত্যাবর্তন এ ভাবেই হয়। খারাপ ফর্মের জন্য আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ক্যাপ্টেন্সি হারান। শুধু তাই নয়, দল থেকেও বাদ পড়েন অজি ওপেনার। আইপিএলে যার খেসারত দিতে হয় হায়দরাবাদকে। ডেভিড ওয়ার্নার (David Warner) অবশ্য দমেননি। প্রত্যাবর্তনের পথ খুঁজে গিয়েছেন। আর তাতেই মিলল সাফল্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
সানরাইজার্স হায়দরাবাদে ওয়ার্নারের সঙ্গে অনেক বছর কাটিয়েছেন বাংলার উইকেটকিপার শ্রীবত্স গোস্বামী (Shreevats Goswami)। সতীর্থ অনেকেই হয়, কিন্তু বন্ধু হয়ে উঠতে পারে ক’জন! অজি ওপেনারের ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় আছেন বাংলার ‘ন্যানো’ও। বিশ্বকাপের মাঝেও কথা হয়েছে দু’জনের। রবিবার রাতে ফাইনাল জেতার পর ওয়ার্নারকে শুভেচ্ছাও জানিয়েছেন শ্রীবৎস। মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে দিল্লিতে বাংলার শিবিরে আছেন। তারই মাঝে টিভি নাইন বাংলাকে এক সাক্ষাত্কারে বাংলার উইকেটকিপার বলেন, ‘চ্যাম্পিয়নরা সহজে ফুরিয়ে যায় না। দল থেকে বাদ পড়া সত্ত্বেও কখনও কাউকে কিছু বুঝতে দিত না। জেদ চেপে রাখত। অস্ট্রেলিয়ানরা হয়তো এরকমই হয়। সহজে দমে যায় না। মাঠে যতই আক্রমণাত্মক হোক, মাঠের বাইরে আমাদের সঙ্গে সব সময় মজাই করত। দারুণ মনের মানুষ ও। জাত ক্রিকেটাররা সহজে ফুরিয়ে যায় না। সেটা ও আবার এক বার প্রমাণ করল।’
দল থেকে বাদ পড়লে মানসিক ভাবে অনেকেই দুমড়ে মুচড়ে যায়। এ প্রসঙ্গে শ্রীবত্স বলেন, ‘অনুশীলনে কখনও খামতি রাখত না। সানরাইজার্স হায়দরাবাদের এগারো জনের দলে থাকবে না জেনেও, নিজের কাজ ঠিক করে যেত। বিশ্বকাপকেই আসলে ফোকাস করেছিল ও। অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টও ওর উপর আস্থা রাখে। ও সেই ভরসার দাম দিল।’
সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে ওয়ার্নারের। পরের আইপিএলে অনেক ফ্র্যাঞ্চাইজির নজরেই রয়েছেন অজি ওপেনার। নিলামের আগে নতুন ২ ফ্র্যাঞ্চাইজির সামনেও সুযোগ আছে নতুন ক্রিকেটারদের নেওয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়ে আইপিএল পনেরোর আগে নিজের দর অনেকটাই বাড়িয়ে ফেললেন ডেভিড ওয়ার্নার।
আরও পড়ুন: T20 World Cup 2021: বাবরের বদলে টুর্নামেন্টের সেরার পুরস্কার ওয়ার্নারের ঝুলিতে, রেগে কাই শোয়েব আখতার