AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2021: বাবরের বদলে টুর্নামেন্টের সেরার পুরস্কার ওয়ার্নারের ঝুলিতে, রেগে কাই শোয়েব আখতার

শোয়েব ছাড়া প্রচুর পাকিস্তানের সমর্থকরা ভেবেছিলেন ফাইনালে উঠে ট্রফি নিয়ে পাকিস্তান দেশে ফিরতে না পারলেও, টুর্নামেন্টের সেরার পুরস্কারটা নিশ্চই পাবেন বাবর আজম। আর তা না হওয়াতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই।

T20 World Cup 2021: বাবরের বদলে টুর্নামেন্টের সেরার পুরস্কার ওয়ার্নারের ঝুলিতে, রেগে কাই শোয়েব আখতার
T20 World Cup 2021: বাবরের বদলে টুর্নামেন্টের সেরার পুরস্কার ওয়ার্নারের ঝুলিতে, রেগে কাই শোয়েব আখতার (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Nov 15, 2021 | 5:02 PM
Share

দুবাই: মরুশহরে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে লড়ে এ বারের বিশ্বকাপের ট্রফিটা নিয়ে গেছে অস্ট্রেলিয়া (Australia)। এবং টুর্নামেন্টের সেরার পুরস্কারটি পেয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। দুরন্ত ফর্মে থাকা পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেও তিনি পাননি এই পুরস্কার। যা কোনও মতেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সমর্থকরা। এবং সেই তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারও (Shoaib Akhtar)।

শোয়েব ছাড়া প্রচুর পাকিস্তানের সমর্থকরা ভেবেছিলেন ফাইনালে উঠে ট্রফি নিয়ে পাকিস্তান দেশে ফিরতে না পারলেও, টুর্নামেন্টের সেরার পুরস্কারটা নিশ্চই পাবেন বাবর আজম। আর তা না হওয়াতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। টুইটারে শোয়েব লেখেন, “বাবর আজমের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার অপেক্ষায় ছিলাম। কোনো সন্দেহ নেই, অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

৬টি ইনিংসে ৪টি হাফসেঞ্চুরিসহ ৬০.৬০ গড়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে এসেছে ৩০৩ রান। আর অন্যদিকে ৭টি ইনিংসে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ২৮৯ রান। এবং তাঁর গড় ৪৮.১৬। পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে বাবরই। তাও আইসিসির (ICC) পক্ষ থেকে সিরিজ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে ওয়ার্নারের হাতে। তবে ওয়ার্নার কিন্তু অজিদের হয়ে সেমিফাইনাল ও ফাইনালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ফাইনালে তাড়াতাড়ি অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট হারানোর পর কিউয়িদের বিরুদ্ধে ৩৮ বলে গুরুত্বপূর্ণ ৫৩ রানটা দলের জয়ে বড় ভূমিকা রেখেছিল। যার জেরে এই পুরস্কার কিন্তু তিনি পাওয়ার যোগ্য দাবিদারও ছিলেন।

আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপের সেরা টিমে নেই ভারতের কেউ, ক্যাপ্টেন বাবর

আরও পড়ুন: T20 World Cup 2021: সানরাইজার্স হায়দরাবাদকে খোঁচা দিয়ে ওয়ার্নারের স্ত্রীর টুইট

আরও পড়ুন: দ্রাবিড়কে কোচ করা নিয়ে মজার তথ্য সৌরভের