AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2021: সানরাইজার্স হায়দরাবাদকে খোঁচা দিয়ে ওয়ার্নারের স্ত্রীর টুইট

আইপিএলের পর সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নারের ফর্ম নিয়ে সমালোচনার ঝড় বইতে থাকে। সেই সব সমালোচনাকে থুড়ি মেরে ওই ওয়ার্নারই বিশ্বকাপের মঞ্চ থেকে ছিনিয়ে নিয়ে গেলেন সিরিজ সেরার পুরস্কার। আর তার পরই ওয়ার্নারের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের একহাত নিলেন।

T20 World Cup 2021: সানরাইজার্স হায়দরাবাদকে খোঁচা দিয়ে ওয়ার্নারের স্ত্রীর টুইট
ডেভিড ওয়ার্নার ও ক্যান্ডিস ওয়ার্নার (ছবি-ক্যান্ডিস ওয়ার্নার ইন্সটাগ্রাম)
| Edited By: | Updated on: Nov 15, 2021 | 3:36 PM
Share

দুবাই: এই প্রথম বার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া (Australia)। এবং সিরিজ সেরার পুরস্কারও গেছে অস্ট্রেলিরায় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের (David Warner) ঝুলিতে। অজিদের কাপ জয়ের পিছনে বড় অবদান রয়েছে এই ওপেনারের। তবে এই ওয়ার্নারকেই আইপিএল-১৪-তে ফর্মের জন্য নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল। মরসুমের মাঝপথে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) প্রথমে তাঁকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয় এবং তার পর প্রথম একাদশ থেকেও বাদ দিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নারের ফর্ম নিয়ে সমালোচনার ঝড় বইতে থাকে। সেই সব সমালোচনাকে থুড়ি মেরে ওই ওয়ার্নারই বিশ্বকাপের মঞ্চ থেকে ছিনিয়ে নিয়ে গেলেন সিরিজ সেরার পুরস্কার। আর তার পরই ওয়ার্নারের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের একহাত নিলেন।

টি-২০ বিশ্বকাপের ফাইনালের পর ওয়ার্নারের টুর্নামেন্টের সেরার পুরস্কার পাওয়া নিয়ে একটি ছবি পোস্ট করেন তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার (Candice Warner)। তার ক্যাপশনে তিনি লেখেন, “ফর্মের বাইরে, বয়স্ক এবং শ্লথ! শুভেচ্ছা ডেভিড ওয়ার্নার।”

ইন্সটাগ্রামে ডেভিড ওয়ার্নার টুর্নামেন্টের সেরার পুরস্কার হাতে নিয়ে একটি ছবি পোস্ট করে পরিবারকে ভালোবাসার কথা জানিয়েছেন। ওই পোস্টে তিনি লেখেন, “স্ত্রী, আইভি, ইন্ডি, ইসলা এটা তোমাদের জন্য। তোমাদের ভীষণ ভালোবাসি।”

টি-২০ বিশ্বকাপে ওয়ার্নারের শুরুটা কিন্তু ভালো হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মাত্র ১৪ রানেই আউট হয়ে যান তিনি। পরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১ রান করেই সাজঘরে ফেরেন অজি ওপেনার। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ তাঁর ওপর কোনও ভাবেই আস্থা হারাননি। একুশের কুড়ি-বিশের বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৮ রান করে থামেন। তবে তার পরের ম্যাচ থেকেই তাঁর ব্যাট রীতিমতো জ্বলে ওঠে। গত বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৯ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ওয়ার্নার। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ৪৯ রান করেন ওয়ার্নার। এবং ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৫৩ রান করেন ওয়ার্নার। আর যার ফলে আইপিএলের (IPL) সব সমালোচনার উত্তর তিনি দিয়ে গেলেন বিশ্বকাপের মঞ্চে।

আরও পড়ুন: Sachin Tendulkar: ৩২ বছর আগে আজকের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের

আরও পড়ুন: T20 World Cup Final: অজিদের উদ্ভট সেলিব্রেশনের ভিডিও ভাইরাল