India Tour Of South Africa: সেঞ্চুরিয়নের উইকেট দেখে অবাক শ্রেয়স

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর মুখে ব্যাটিং অনুশীলনে বাড়তি জোর দিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ঘাস বেশি থাকায় সেঞ্চুরিয়নের উইকেট পেসারদের সহায়ক হবে তা বলার অপেক্ষা রাখে না। বিদেশ সফরে বিগত বেশ কয়েকটি ম্যাচেই ভারতের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়েছিল। বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli), রাহানে (Ajinkya Rahane), পূজারাদের (Cheteshwar Pujara) মতো ব্যাটাররা সে ভাবে রান পাচ্ছেন না।

India Tour Of South Africa: সেঞ্চুরিয়নের উইকেট দেখে অবাক শ্রেয়স
শ্রেয়স আইয়ার। ছবি: টুইটার

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 20, 2021 | 6:25 PM

জোহানেসবার্গ: আর বেশিদিন বাকি নেই। ভারত (India)-দঃ আফ্রিকা (South Africa) বক্সিং ডে টেস্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে। জোরকদমে প্রস্তুতি চলছে ভারতীয় শিবিরে। সেঞ্চুরিয়নের (Centurion) সুপারস্পোর্ট পার্কের উইকেট দেখে চমকে গেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেঞ্চুরিয়নের বাইশ গজ সবুজ ঘাসে ঢাকা। আর তা দেখেই অবাক ভারতের ব্যাটার।

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর মুখে ব্যাটিং অনুশীলনে বাড়তি জোর দিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ঘাস বেশি থাকায় সেঞ্চুরিয়নের উইকেট পেসারদের সহায়ক হবে তা বলার অপেক্ষা রাখে না। বিদেশ সফরে বিগত বেশ কয়েকটি ম্যাচেই ভারতের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়েছিল। বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli), রাহানে (Ajinkya Rahane), পূজারাদের (Cheteshwar Pujara) মতো ব্যাটাররা সে ভাবে রান পাচ্ছেন না। আর সেই রোগটাই সারাতে নেমেছেন দ্রাবিড়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সবুজ উইকেট দেখে শ্রেয়স আইয়াররা অবাক হয়ে গেলেও কোচ রাহুল দ্রাবিড়ের সাফ নির্দেশ, কোয়ালিটি ক্রিকেট খেলে যাও। অর্থাত্‍ গুণগত ক্রিকেট খেললে কোনও উইকেটেই খেলা কষ্টকর নয়। আজও সেঞ্চুরিয়নে ব্য়াটিং অনুশীলনে বিশেষ নজর দেন ভারতীয় দলের কোচ। ব্যাটিং গভীরতা বাড়াতে টেল এন্ডাররাও অনেকক্ষণ নেটে সময় কাটালেন।

 

আরও পড়ুন: South Africa Cricket: স্মিথ-বাউচারের বিরুদ্ধে তদন্ত শুরু দক্ষিণ আফ্রিকা বোর্ডের