
ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। আরও একটা ফাইনালে তাঁর টিম। সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস ফাইনালে উঠেছিল। ট্রফি না এলেও অধিনায়ক হিসেবে নানা রেকর্ড গড়েছিলেন শ্রেয়স আইয়ার। অতীতে দিল্লি ফ্র্যাঞ্চাইজি, এরপর কলকাতা নাইট রাইডার্স, এ বার পঞ্জাব কিংস। তিনটি ভিন্ন টিমকে প্লে-অফে তুলেছিলেন। গত মরসুমে তাঁর নেতৃত্বে কেকেআর চ্যাম্পিয়নও হয়েছিল। এ বার পঞ্জাব জিতলে আইপিএলে ইতিহাস গড়তেন শ্রেয়স। প্রথম ক্যাপ্টেন হিসেবে দুটি ভিন্ন টিমকে চ্যাম্পিয়ন করার রেকর্ড।
আইপিএল শেষ হতেই মুম্বই টি-টোয়েন্টি লিগে নেমে পড়েছিলেন শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদবরা। কথা ছিল, অজিঙ্ক রাহানেও খেলবেন। তিনিও মার্কি প্লেয়ার ছিলেন। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছিলেন রাহানে। পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদবের টিম অবশ্য লিগ পর্বেই বিদায় নিয়েছে। স্টার ক্রিকেটারদের মধ্যে শ্রেয়সের টিম ফাইনালে। প্রথম সেমিফাইনালে জেতা সিদ্ধেশ লাডের মারাঠা রয়্যালসের বিরুদ্ধে ১২ জুন ফাইনাল খেলবে শ্রেয়সের সোবো মুম্বই ফ্যালকনস।
সেমিফাইনালে ব্যাটার শ্রেয়স আইয়ার অবশ্য ভালো পারফর্ম করতে পারেননি। প্রথমে ব্যাট করে বান্দ্রা ব্লাস্টার্সের ইনিংস শেষ মাত্র ১৩০ রানেই। টার্গেট বড় না হলেও একটা সময় খেই হারিয়েছিল শ্রেয়সের সোবো মুম্বই ফ্যালকনস। তবে ঈশান মনচন্দানীর হাফসেঞ্চুরি এবং শুরুতে অংকৃষ রঘুবংশীর ১৪ বলে ২৭ রান ও শেষে আকাশ পার্কারের ২০ বলে ৩২ রানের ক্যামিও। ১৪.৪ ওভারের মধ্যেই ৫ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে মুম্বই ফ্যালকনস।