AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer: ৩ বছরের অপেক্ষার অবসান, রঞ্জিতে সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের বার্তা শ্রেয়স আইয়ারের

শ্রেয়স আইয়ার রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছেন। ১৩১ বলে শতরান পূর্ণ করেন শ্রেয়স। তাঁর এই সেঞ্চুরি ইনিংসের পথে এসেছে ৯টি চার ও ৩টি ছয়। দীর্ঘ তিন বছর তাঁর ব্যাটে প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান আসেনি।

Shreyas Iyer: ৩ বছরের অপেক্ষার অবসান, রঞ্জিতে সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের বার্তা শ্রেয়স আইয়ারের
Shreyas Iyer: ৩ বছরের অপেক্ষার অবসান, রঞ্জিতে সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের বার্তা শ্রেয়স আইয়ারেরImage Credit: X
| Updated on: Oct 19, 2024 | 2:45 PM
Share

কলকাতা: পরিশ্রমের ফল হাতেনাতে পেলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। জাতীয় দল থেকে বর্তমানে তিনি দূরে রয়েছেন। সুযোগ মিলছে না। কিন্তু সেই সুযোগ যেন শীঘ্রই আসে, তার জন্য পরিশ্রম করা থামাচ্ছেন না তিনি। শ্রেয়স আইয়ার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মহারাষ্ট্রের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছেন। ১৩১ বলে শতরান পূর্ণ করেন শ্রেয়স। তাঁর এই সেঞ্চুরি ইনিংসের পথে এসেছে ৯টি চার ও ৩টি ছয়। দীর্ঘ তিন বছর তাঁর ব্যাটে প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান আসেনি। অবশেষে সেই সেঞ্চুরির অপেক্ষার অবসান হল। আর এই শতরান করেই শ্রেয়স যেন ভারতীয় ক্রিকেট টিমের নির্বাচকদের বার্তা দিলেন, অজি সফরের জন্য তাঁর নাম ভাবলে কোনও ভুল করবেন না তাঁরা।

শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন মহারাষ্ট্রের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ১২৬ রানে অল আউট হয় মহারাষ্ট্র। এরপর শুরু হয় মুম্বইের ইনিংস। ওপেনার পৃথ্বী শ ১ রানে আউট হন। তিনে নামা হার্দিক তোমার ৪ রানে আউট হন। এরপর ওপেনার আয়ুষের সঙ্গে জুটি বাঁধেন মুম্বইয়ের ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। তৃতীয় উইকেটে তাঁদের ৯৯ রানের পার্টনারশিপ হয়। এরপর রাহানে ৩১ রান করে আউট হলে ক্রিজে আসেন শ্রেয়স আইয়ার।

চতুর্থ উইকেটে আয়ুষের সঙ্গে ২০০ রানের পার্টনারশিপ গড়েন শ্রেয়স। এরপর দেখতে দেখতে শ্রেয়স শতরানে পৌঁছান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি শ্রেয়সের ১৪ নম্বর শতরান। পাঁচে নেমে শ্রেয়স মাত্র ৮ রানের জন্য ১৫০ করে মাঠ ছাড়তে পারলেন না। ১৯০ বলে ১২টি চার ও ৪টি ছয় নিয়ে ১৪২ রানে থামেন তিনি।